0.2 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ইসলামোফোবিক ভিডিওর তদন্ত হচ্ছে

ইসলামোফোবিক ভিডিওর তদন্ত হচ্ছে
ইসলামোফোবিক ভিডিওর তদন্ত হচ্ছে

ইসলামোফোবিক ভিডিও প্রদর্শনসহ একটি কিউব ভ্যানের নগরী প্রদক্ষিণের ঘটনা তদন্ত করছে হেইট ক্রাইম ইউনিট। টরন্টো পুলিশ এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এক ভিডিওতে একটি বিজ্ঞাপনী ট্রাককে একটি ভিডিও প্রদর্শন করতে দেখা যাচ্ছে। তাতে বলা হয়, এটা কি ইয়েমেন? এটা কি সিরিয়া? এটা কি ইরাক? ভিডিওটিতে এরপর মুসলমানদের নামাজ পড়া দেখানো হয়। তারপর একটি লেখা ভেসে ওঠে এবং তা হলোÑ জেগে ঠো কানাডা। তুমি অবরুদ্ধ।

- Advertisement -

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকারের বিশেষ প্রতিনিধি আমিরা এলঘাওয়াবি এলন, এই বিজ্ঞাপন ভ্যানটি যা দেখিয়েছে তা হলো কানাডিয়ান মুসলমান ও কমিউনাল প্রার্থনা হুমিকমূলক ও বিপজ্জনক। লোকজন কেন উদ্বেগে থাকে এটা তার একটি উদাহরণ।

এলঘাওয়াবি বলেন, ট্রাকে যে বার্তা প্রদর্শন করা হয়েছে তা বাক স্বাধীনতাকে ছাড়িয়ে গেছে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি তৈরি করেছে। আরেকটি কুইবেক মসজিদ হত্যাকা- বা লন্ডনের সেই পরিবারের ওপর আরেকটি আক্রমণ দেখতে চাই না।

এলঘাওয়াবি বলেন, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনলাইনে ইসলামোফোবিক ও ইহুদিবিদ্বেষী বক্তব্য ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি অ্যাডভোকেসি গ্রুপ অ্যান্টি-ডিফেমেশন লিগের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর সামজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইহুদি বিদ্বেষী আধেয় ৯১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই সময়ে ইহুদি বিদ্বেষী আধেয় বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ।

লন্ডনভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ বলেছে, ৭ অক্টোবর হামলার পর এক্সে মুসলিমবিরোধী ঘৃণাত্মক বক্তব্য বৃদ্ধি পেয়েছে ৪২২ শতাংশ।

কানাডার শহরগুলোতেও হেইট ক্রাইম বৃদ্ধির খবর পাওয়া গেছে। এর মধ্যে টরন্টোও রয়েছে, যেখানে চলতি বছরের এখন পর্যন্ত হেইট ক্রাইমের প্রাইম ১৯০টি ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় অর্ধেকই ইহুদিবিদ্বেষ।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles