0.2 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করল কানাডা

ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করল কানাডা
জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লাব্লাঁ

ইরানের ইসলামিক রেভুল্যুশনারী গার্ড কোরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কানাডা তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছেন জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লাব্লাঁ। এর জন্য কয়েক মাস ধরে ব্যাপক রাজনৈতিক চাপ আসার পর এই পদক্ষেপ নিল সরকার।

এক সংবাদ সম্মেলনে লাব্লাঁ বলেন, ইরানিয়ান সরকার অব্যাহতভাবে মানআবিধকারের প্রতি অসম্মান দেখিে আসছে। এটা তারা করছে ইরানের ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই। একই সঙ্গে তারা আইনভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্ট করতেও আগ্রহী।

- Advertisement -

গত মে মাসে সরকারকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুৃক্তির আহ্বান সংক্রান্ত একটি নন-বাইন্ডিং প্রস্তাবের পক্ষে ভোট দেন সংসদ সদস্যরা। আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি শাখা।

সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার পক্ষে হাউস অব কমন্সে এটাই যে প্রথম ভোট তা নয়। কিরোধী দল কনজাভের্টিভ পার্টি জানিয়েছে,২০১৮ সালেও টরিরা এ ধরনের একটি প্রস্তাব পাস করেছিল। সেই সঙ্গে এটা পাসে বিলম্ব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে দলটি।

কনজার্ভেটিভ পার্টির পররাষ্ট্রনীতি বিষয়ক ক্রিটিক মাইকেল কং এবং উপনেতা মেলিসা ল্যান্টসম্যান বলেন, এই বিলম্বের সুযোগে আইআরজিসি আরও বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগ তারা পেয়েছে ট্রুডোর কোনো ব্যবস্থা গ্রহণ না করার ফলে। তারা কানাডায় তহবিল ও কর্মী সংগ্রহ এবং কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে। সেই সঙ্গে আইআরজিসির হাত থেকে বাঁচতে পালিয়ে আসা অসংখ্য ইরানিয়ান কানাডিয়ানকে ভীতসন্ত্রস্ত করেছে।

এই পদক্ষেপের দিকে সরকারকে নিয়ে যাওয়ার কৃতিত্ব দাবি করেছে নিউ ডেমোক্রেটিক পার্টি। এক বিবৃতিতে তারা বলেছে, এই সংবাদ কানাডিয়ানদের কাছে কিছুটা স্বস্তি হিসেবে আসার কথা। কারণ, অনেকেই এখানে ইরানিয়ান সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

পররাষ্ট্রনীতি বিষয়ক ক্রিটিক হিদার ম্যাকফারসন বলেন, ইরানে ইরানিয়ানদের ওপর ইসলামিক রিপাবলিকের পাশবিকতা এবং ইরানিয়ান কানাডিয়ানদের ওপর চলমান হুমকি অবশ্যই বন্ধ করতে হবে।

লিবারেলরা এর আগে বলেছিল, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলে বহু মানুষের ওপর এর প্রভাব পড়তে পারে, যাদের সামনে সংস্থাটিতে যোগ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

লাব্লাঁ বলেছেন, সাবেক ও বর্তমান ইরান সরকারের যেসব জ্যেষ্ঠ কর্মকর্তা কানাডায় বসবাস করছেন তাদের বিরুদ্ধে তদন্ত কার হবে এবং দেশ থেকে বের করে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, কানাডার সন্ত্রাসী তালিকায় আরও আছে হেজবুল্লাহ, হামাস এবং তালেবান।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles