
ব্যাস লেক প্রভিন্সিয়াল পার্ক।
গতকালকের আবওয়াহ গরম এবং রৌদ্রজ্বল হওয়াতে বেরিয়ে পড়ি টরন্টো থেকে প্রায় ১ ঘন্টা ২৮ মিনিটের ড্রাইভ, ওরিলিয়া শহরের পশ্চিম দিকে ব্যাস লেক প্রভিন্সিয়াল পার্কের উদ্দেশ্যে। ব্যাস লেকটি ছোট একটি লেক। তীর থেকে অনেক দূর পর্যন্ত অল্প পানি, সে জন্য বাচ্চাদের জন্য অনেক ভালো। লেকটি ছোট হওয়াতে ঢেউ তেমন নেই। যারা কেনু, কাইয়াক বা ইঞ্জিন চালিত নৌকা চালানো প্র্যাক্টিস করতে চান তাদের জন্য অনেক ভালো। সুন্দর একটি বিচ, এবং বিচ সংলগ্ন বাচ্চাদের প্লে গ্রাউন্ড সহ অনেক পিকনিক টেবিল এবং অনেক গাছপালাওয়ালা শেডেড এরিয়া আছে। বিচ সংলগ্ন যথেষ্ট পার্কিং আছে। পুরা পরিবার নিয়ে সারাদিন কাটানোর জন্য পারফেক্ট একটি জায়গা। আর হাঁ বিচের পানিতে কুকুর নামানো নিষেধ। তাদের জন্য অন্য জায়গা আছে। ওখানে আপনি কেনু বা কাইয়াক রেন্ট করতে পারবেন।
আমার সাথের দুই ভাগ্নের বাবা-মা ব্যস্ত থাকায় এবং আমার স্ত্রির পোস্ট ভ্যাকসিন (দ্বিতীয় ডোস) সাইড ইফেক্ট (simple) থাকায় আমি বের হয়ে যাই ওই দুই পিচ্চিকে নিয়ে। পরবর্তীতে বিকালের দিকে জায়ানের বাবা-মা তাদের 7 মাসের ক্ষুদে ছেলে লিরানকে নিয়ে আমাদের সাথে যোগ দেন। লিরানের কালকে জীবনে প্রথম লেকের পানিতে নামার উদ্ভোদন করা হয়। সে খুবই excited ছিল।
আর ওদিকে ভাগ্নে রাজ্ এবং জায়ান গতকাল এ বছরের রেকর্ড করেছে সর্বমোট ৬ ঘন্টা পানিতে থেকে। ১ ঘন্টা অবশ্য বাদ যাবে খাওয়া-দাওয়া এবং ওয়াশরুম বিরতির জন্য। এই সময়ে তাদেরকে ৩/৪ বার খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে। তবে প্রতিবার তাদেরকে যে খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে পরবর্তী ২ ঘন্টায় সেগুলি তাদেরকে পানিতে বিভিন্ন এক্টিভিটিস এবং হাইকিং করে বার্ন করতে হয়েছে, এবং তারা সেটি অতি আনন্দে করেছে।
তবে মনে রাখবেন আপনাদেরকে কিন্তু বাসা থেকে সকাল সকাল বের হতে হবে, তা না হলে আপনার ফিরে আসতে হবে। চেষ্টা করবেন সকাল ১১টার আগে পৌঁছাতে। আমরা অবশ্য সকাল ৮:৩০ এ বাসা থেকে বের হই। জাইয়ানের বাবা-মা বিকাল ৪:৩০ এর দিকে পৌঁছায়, কিন্তু তাদের তখন ঢুকতে দেয়নি। উনারা গেটে ৩০ মিনিট অপেক্ষা করার পরে তারপর ওপেন করে এবং ঢুকতে দেয়। কভিদের কারণে ওদের নিদৃস্ট ক্যাপাসিটি হয়ে গেলে সারাদিনের জন্য day-use এরিয়া বন্ধ কর দেয়। বিকালের দিকে লোকজন চলে গেলে হয়তো আবার ওপেন করতে পারে। যদি উইকেন্ড ছাড়া যান তাহলে হয়তো এই সমস্যা নেই। ওয়াশরুম খুব পরিষ্কার। বিচের কাছে আপনি BBQ করতে পারবেন।
প্রায় ৩টি বড়ো বড়ো পিকনিক শেল্টার ছাড়া অনেক অনেক পিকনিক টেবিল আছে, এবং প্রতিটির কাছেই লেক/বিচ access আছে।
আর হাঁ, একবার ঢুকলে রি-এন্ট্রি নেই তাই সাথে পর্যাপ্ত পরমানের খাবার ও পানিও নিয়ে যাবেন। বিচের কাছে ছোট একটি স্টোর আছে সেখানে আইস ক্রিম আর ক্যান্ডি ছাড়া তেমন কোনো খাবার নেই।
অনেকেই হয়তো জানেন। আমার তথ্যগুলি যারা এই ছোট সুন্দর, এবং টরন্টো থেকে কিছুটা কাছাকাছি জায়গার খবর এখনো জানেন না শুধু তাদের জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সময় পেলে শহর থেকে কিছুটা দূরে, প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে আসুন। দেখবেন মনে অনেক প্রশান্তি পাবেন, এবং শরীরের জন্যও অনেক উপকার হবে, যেটি আমাদের সবার খুব প্রয়জন, এই যান্ত্রিক এবং গতিময় জীবনে কিছুটা বিরতির জন্য।
টরন্টো, কানাডা