16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

ইন্টারনেটের গতি নিয়ে নির্দেশনা, ফেসবুক-টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ

ইন্টারনেটের গতি নিয়ে নির্দেশনা, ফেসবুক-টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ - the Bengali Times
ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিটিআরসি

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিটিআরসি। প্রতিষ্ঠানটি ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দেওয়া নির্দেশনায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বলা হয়েছে, বর্তমানে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ থাকলেও ইউটিউব চলবে।

- Advertisement -

জানা গেছে, দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধ থাকবে মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে যদি ফেসবুক সরকারের নির্দেশনা মানার নিশ্চয়তা দেয়, তখনই এটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

জানা গেছে, মোবাইল ইন্টারনেট চালুর লক্ষ্যে দু-এক দিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসবে সব কটি অপারেটর এবং ট্রান্সমিশন ব্যবস্থাপনায় যুক্ত প্রতিষ্ঠানগুলো। সেখানে সঞ্চালন লাইন মেরামতের সর্বশেষ পরিস্থিতি এবং সার্ভার ও ডাটা সেন্টারের সঙ্গে সংযুক্তি কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হবে।

এসব প্রতিবেদন পর্যালোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় বিটিআরসি। রবি ও সোমবারের মধ্যে নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের কাজ শেষ করতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles