5.2 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

নতুন ক্লাবের সঙ্গে নতুন প্রেমিকাও পেলেন এমবাপ্পে?

নতুন ক্লাবের সঙ্গে নতুন প্রেমিকাও পেলেন এমবাপ্পে?
এমবাপ্পের সঙ্গে মডেল দানি গ্রেস আলমেইদাকে নিয়মিতই দেখা যাচ্ছে বলে গুঞ্জন

সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। শোনা যাচ্ছে, ক্লাবের পাশাপাশি তিনি প্রেমিকাও বদলে ফেলেছেন! ফ্লোরিডায় ছুটি কাটানোর সময় এমবাপ্পের সঙ্গে মডেল দানি গ্রেস আলমেইদাকে দেখা গেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ‘পেজ সিক্স’।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আসর চলাকালীন মডেল আলমেইদারের সঙ্গে এমবাপ্পের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। গত এপ্রিলে এই মডেল গ্যালারির ভিআইপি অংশে এমবাপ্পের অতিথির জন্য বরাদ্দকৃত আসনে বসে পিএসজির খেলা দেখেন। এরপর জার্মানিতে ইউরো আসরেও এমবাপ্পের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন তিনি।

- Advertisement -

‘পেজ সিক্স’ জানিয়েছে, ফ্লোরিডায় নাকি এমবাপ্পে আর আলমেইদার আন্তরিকভাবে একে অন্যের হাত ধরে ছিলেন। নাইট ক্লাবেও একে অপরের খুব কাছাকাছি ছিলেন। যদিও এমবাপ্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলমেইদা বলেন, ‘আমি এখনই আমাদের কী সম্পর্ক তা নিয়ে কথা বলতে চাই না।’

এর আগে বেলজিয়ামের মডেল স্টিফেন রোজ বার্টরামের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এমবাপ্পের। ফ্রান্স স্ট্রাইকারের চেয়ে তিনি ৫ বছরের বড় ছিলেন। ফ্যাশন মডেল হিসেবে তিনি বেশ জনপ্রিয়। বিজ্ঞাপনের বাজারে প্রবেশের মাধ্যমে তাদের সম্পর্কের শুরু বলে জানা যায়। সেই সম্পর্কে ভেঙে গেছে বলেও গুঞ্জন আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles