11.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, জানালেন জ্যোতিষী

কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, জানালেন জ্যোতিষী
অ্যামি ট্রিপ

আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন নিজেকে প্রত্যাহার করে নেবেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন অ্যামি ট্রিপ যুক্তরাষ্ট্রের এক নারী জ্যোতিষী। এমনকি কত তারিখে বাইডেন নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রত্যাহার করে নেবেন সেটিও বলে দিয়েছিলেন। তার এমন ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে।

এছাড়া ২০২০ সালেই বলে দিয়েছিলেন ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন কমলা হ্যারিস। তাও প্রায় মিলে গিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন মার্কিন জ্যোতিষী অ্যামি ট্রিপ। জানিয়ে দিলেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান নেতাই। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

অ্যামি ট্রিপ দাবি করেছেন, ট্রাম্প তার সর্বোচ্চ পেশাগত সাফল্য উপভোগ করছেন। ট্রিপ যুক্তি দিয়ে বলেছেন, সামনে এমন কিছু ঘটবে; যা ট্রাম্পকে আরও উন্মত্ত করে তুলতে পারে। তিনি ইতোমধ্যে চলতি মাসেই একবার হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন।

৮১ বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করছেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ৪০ বছর বয়সী ওই জ্যোতিষী। নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর তারিখও জানিয়েছিলেন তিনি। তার ভবিষ্যদ্বাণীর সাথে বাইডেনের সরে দাঁড়ানোর ঘটনা হুবহু মিলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ভাইরাল হয়ে যান অ্যামি ট্রিপ।

গত ১১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রিপ লিখেছিলেন, জো বাইডেন পদত্যাগ করবেন। তিনি যেদিন পদত্যাগ করবেন, সেদিন মকর রাশির পূর্ণিমা ২৯ ডিগ্রি মকর রাশিতে থাকবে। ২৯ ডিগ্রি হচ্ছে এর সমাপ্তি।

তার এই পোস্টে অপর এক ব্যবহারকারী জো বাইডেনের পদত্যাগের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে অ্যামি ট্রিপ বলেন, ‌‘২১ জুলাই।’ পরে তার এই ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যায়।

সে সময় তিনি এটাও বলেছিলেন যে, বাইডেন আরও সমস্যার সম্মুখীন হতে পারেন। তার কোনো ধরনের স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বা তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। তার এমন ভবিষ্যদ্বাণীও মিলে গেছে। বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে তিনি তৃতীয় বারের মতো করোনায় আক্রান্ত হন।

- Advertisement -

Related Articles

Latest Articles