
ইরানের রাজধানী তেহরানের একটি ভবনে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।
তেহরানের যে ভবনে ইসমাইল হানিয়া তার এক দেহরক্ষীসহ নিহত হয়েছেন, সেই ভবনের ছবি প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আইআরজিসি।
বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
আইআরজিসির সাবেরিন নিউজ সেই ভবনের ছবি প্রকাশ করেছে যেখানে দেহরক্ষীসহ অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়াহ।
প্রতিবেদনে বলা হয়, ভবনটি উত্তর তেহরানে আইআরজিসির কুদস ফোর্সের সাথে যুক্ত একটি সামরিক ক্যাম্পের ভেতরে অবস্থিত বলে জানা গেছে।
যদিও ছবিটির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
তবে প্রকাশিত ভবনটিতে প্রকৃতপক্ষে হামলার এবং আঘাতের লক্ষণ রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তের চিহ্ন স্পষ্ট প্রকাশিত।
ছবিতে ভবনে কালো কাপড় জাতীয় জিনিস দিয়ে হামলার ক্ষয়ক্ষতি ঢেকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ছবিটিতে জুম ইন করে দেখলে ক্ষতিগ্রস্ত স্থানটির নীচে ছাদে ধ্বংসাবশেষ রয়েছে বলে মনে হচ্ছে৷
গত মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গুপ্ত ইহুদিবাদী হামলায় নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ।