7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

হঠাৎ নিজের ফেসবুক ‘লাল’ করলেন ড. ইউনূস

হঠাৎ নিজের ফেসবুক ‘লাল’ করলেন ড. ইউনূস - the Bengali Times
ছবি সংগৃহীত

এক ঘণ্টা যেতেই ৬ হাজার বার শেয়ার করা হয় তার প্রোফাইল পিকচার
এক ঘণ্টা যেতেই ৬ হাজার বার শেয়ার করা হয় তার প্রোফাইল পিকচার
হঠাৎ করে নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার বদলালেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (০১ আগস্ট) ফেসবুকে ‘রক্ত লাল’ প্রতিবাদ করলেন তিনি।

ড. ইউনূসের পেজে দেশ-বিদেশের প্রায় ২৫ লাখ ফলোয়ার রয়েছেন। তার পোস্টটি মূহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার শীর্ষে উঠে আসে। এক ঘণ্টা যেতেই ৬ হাজার বার শেয়ার করা হয় তার প্রোফাইল পিকচার। পাশাপাশি প্রায় সবাই ইতিবাচক মন্তব্য করেছেন।

- Advertisement -

গত মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে ‘রক্ত লাল’ প্রতিবাদে সরব হয়েছিল বাংলাদেশ। অনেক শিক্ষক-শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন এসব কর্মসূচিতে, শিল্পী-সংস্কৃতিসেবীরাও যোগ দেন। এমনভাবে প্রতিবাদ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন কোটা সংস্কার চাওয়া আন্দোলনকারীরা।

ওইদিন থেকে বিশেষ করে ফেসবুক ‘লাল’ আভায় ছেয়ে যায়। কারো অ্যাকাউন্টে প্রবেশ করলে যেমন লাল রঙ দেখা যায়, তেমনি কারো পোস্ট দেখতে গেলেও চোখে পড়ে লাল রঙ। নিহত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ নেটিজেন নিজেদের ফেসবুক প্রোফাইল পিকচার কিংবা কাভার ফটো পরিবর্তন করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles