
বিপুল সংখ্যক লিবারেল এমপি তাদের নেতার প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন অব্যাহত থাকার মধ্যে এই মন্তব্য করলেন ফ্রিল্যান্ড। টরন্টোর উপনির্বাচনে বিপর্যয়ের পর এখন পর্যন্ত বৈঠকে না বসা ককাসের পূর্ণ সমর্থন তার প্রতি আছে কিনা সে প্রশ্নও আছে।
ফ্রিল্যান্ড বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি জানি যে, মন্ত্রিসভারও পূর্ণ সমর্থন রয়েছে তার প্রতি। আমি এও জানি যে, লিবারেল এমপিদের বড় অংশের সমর্থন তার প্রতি রয়েছে। টরন্টো এরিয়ার এমপিদের একটি গ্রুপ টরন্টো-সেইন্ট পল’সের ফলাফলের অর্থ কী সে ব্যাপারে কথা বলতে তার সঙ্গে দেখা করেছে। লিবারেল এমপি জন ম্যাকে ওই বৈঠকের সভাপতিত্ব করেন। অবস্থানগত সুবিধার কারণেই তার বাড়িটি বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয়।
ফ্রিল্যান্ড বলেন, আমাদের নিজেদের মধ্যে এটা সত্যিকারের মূল্যবান সময় বলে আমি মনে করি। উপনির্বাচনের ফলাফল, এর অর্থ কী, কানাডিয়ানরা আমাদের কী বলছে তা শোনার ব্যাপারে কথা বলারও এটা সত্যিকারের অমূল্য সুযোগ।
তিনি বলেন, কনজার্ভেটিভদের হাতে বিজয় তুলে দেওয়ার মধ্য দিয়ে ভোটাররা লিবারেলদের উদ্দেশে শক্তিশালী বার্তা দিয়েছে। বার্তাটি হলো সবকিছুই এখন কঠিন। জীবনযাপন বর্তমানে সত্যিই চ্যালেঞ্জিং। এবং আপনাকে, আমাদের সরকারকে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এমন ক্ষেত্রে আরও ভালো সেবা সরবরাহ করতে হবে। আমাদের জীবন সহজ করতে আপনার উচিত আরও বেশি কিছু করা। লিবারেলরা সম্মিলিতভাবে সত্যিই সেটা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ৩০ বছরের বেশি সময় ধরে আসনটি নিজেদের অধিকারে রেখেছিল লিবারেলরা।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.