-0.9 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

বিক্রি হচ্ছে নিম্যান মার্কাস

বিক্রি হচ্ছে নিম্যান মার্কাস
বিক্রি হচ্ছে নিম্যান মার্কাস

নিম্যান মার্কাস কিনছে হাডসন’স বে কোম্পানি। এই ক্রয় চুক্তির অধীনে উত্তর আমেরিকার একাধিক ডিপার্টমেন্ট স্টোর এক জায়গায় জড়ো হচ্ছে।

এইচবিসির ২৬৫ কোটি ডলারের অধিগ্রহণ ডালাসভিত্তিক নিম্যান মার্কাস গ্রুপের মালিকানা দিচ্ছে। মার্কাস গ্রুপের রয়েছে নিম্রান মার্কাস এবং বার্গডফৃ গুডম্যানের ব্যানারা ৩৮টি বিলাসবহুল স্টোরের একটি নেটওয়ার্ক। উভয় ব্র্যান্ডই ডিজাইনার অ্যাপারেল, অ্যাকসেসরিজ এবং হাউসওয়্যার বিক্রি করে থাকে।

- Advertisement -

এই চুক্তির আওতায় টরন্টোভিত্তিক এইচএসবিসি নিম্যান মার্কাস ও বার্গডর্ফ গুডম্যানের সঙ্গে নতুন ব্যবসায় যোগ দেবে। তাদের সঙ্গে থাকবে স্যাকস ফিফথ এভিনিউ এবং স্যাকস অফ ফিফথও, ২০১৩ সাল থেকে যেগুলোর মালিকানায় আছে প্রতিষ্ঠানটি। নতুন এই প্রতিষ্ঠানের নাম হবে স্যাকস গ্লোবাল এবং পরিচালনায় থাকবেন স্যাকসডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক মেট্রিক।

এইচএসবিসির নির্বাহী চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড বেকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, এই শিল্পের অনেকেই অনেক বছর ধরে এই লেনদেনের প্রত্যাশায় ছিলেন এবং এর সুফল পাবে গ্রাহকরা, অংশীজনরা ও কর্মীরা।

বিলাসবহুল খুচরা বিক্রয়ের ক্ষেত্রে এটা দারুণ একটি সময়। কারণ, প্রযুক্তিগত অগ্রসরতা গ্রাহক অভিজ্ঞতার নতুন সংজ্ঞা সামনে আনছে। এবং আমরা আমাদের গ্রাহক, ব্র্যান্ড অংশীজন ও কর্মীদের জন্য লক্ষণীয় মূল্য সুবিধা দেওয়ার অপেক্ষায় আছি।

চুক্তির বিষয়ে সাক্ষাৎকার চাওয়া হলে নিম্যান মার্কাস ও এইচএসবিসি তা প্রত্যাখ্যান করেছে। এই চুক্তির ফলে ইকমার্স জায়ান্ট অ্যামাজনডট ইনকর্পোরেশন এবং সফটওয়্যার জায়ান্ট সেলসফোর্স স্যাকস গ্লোবালের বিনিয়োগকারী হচ্ছে। এই লেনদেনের অংশ হিসেবে প্রযুক্তি কোম্পানিগুলো স্যাক্স গ্লোবালের হিস্যার মালিকানা নিচ্ছে কিনা সে সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles