5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আজ বিক্ষোভ, কাল থেকে সর্বাত্মক অসহযোগ

আজ বিক্ষোভ, কাল থেকে সর্বাত্মক অসহযোগ - the Bengali Times
ছবি সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে ‘শান্তিপূর্ণ গণমিছিলে হামলা, খুনের’ প্রতিবাদ ও ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া আগামীকাল রবিবার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন তারা।

গতকাল শুক্রবার রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান। এ ছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। রাত ৮টার দিকে কর্মসূচি দিয়ে পরে প্রত্যাহার করে। এরপর নিজেদের মধ্যে আলোচনা করে রাত সোয়া ১২টার দিকে কর্মসূচি থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। সহসমন্বয়ক তারিকুল ইসলামের নামে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র-শিক্ষক-জনতার এই বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয়ভাবে হবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ৩টায়।

- Advertisement -

এর আগে মাহিন সরকারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে ছাত্র-শিক্ষক-জনতার বিক্ষোভ সমাবেশ এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহিংসতায় হতাহত ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে শহীদদের কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিতে রাজধানীসহ সারা দেশে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রাজধানীর উত্তরা, সিলেট, খুলনা, হবিগঞ্জসহ বেশ কয়েক স্থানে ফের পুলিশ-ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে।

- Advertisement -

Related Articles

Latest Articles