9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

উপস্থাপিকাকে আলকাতরা ছুঁড়ে মারলেন বিক্ষোভকারীরা!

উপস্থাপিকাকে আলকাতরা ছুঁড়ে মারলেন বিক্ষোভকারীরা! - the Bengali Times
জেনিফার অ্যানিস্টন ছবি সংগৃহীত

জনপ্রিয় হলিউড অভিনেত্রী ও উপস্থাপিকা জেনিফার অ্যানিস্টনের গায়ে আলকাতরা ছুঁড়ে মারা হয়েছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে খবরটি।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে গত রবিবার ঘটেছে এই অদ্ভুত ঘটনাটি। ম্যানহাটনে শুটিং করতে গিয়ে আচমকা জেনিফার বেকায়দায় পড়ে যান। এ সময় তাকে বিক্ষোভকারীরা ঘিরে ধরে।

- Advertisement -

তাদের অভিযোগ, জেনিফারের দ্য মর্নিং শো মহামারী, ইউক্রেন যুদ্ধ, এমনকি (জেসিক্স) দাঙ্গা সম্পর্কে মিথ্যা কথা বলেছে, ভুল তথ্য দিয়েছে।

এ কারণে উপস্থিত বিক্ষুব্ধ জনগণ শুটিংয়ের সময় জেনিফারের গায়ে আলকাতরার মতো আঠালো পদার্থ ছুঁড়ে মারেন। এর ফলে তার পরিহিত সাদা শার্ট ও অফ হোয়াইট ট্রাউজার নষ্ট হয়ে যায়। মুহুর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জেনিফার।

প্রথম দিকে সবাই ঘটনাটিকে বাস্তব বলে ধারণা করতে থাকেন। পরে মূল বিষয়টি খোলাসা হতে শুরু করে। আসলে এটি একটি শুটিংয়ের দৃশ্য। জেনিফার এমন এক দৃশ্যের শুট করছিলেন, যেখানে তার চরিত্রের নাম ছিল অ্যালেক্স লেভি।

তবে মজার ব্যাপার হলো, জেনিফারের আসন্ন সিরিজ ‘দ্য মর্নিং শো’-এর এই দৃশ্যটি অনলাইনে ভাইরাল হওয়ার পরে প্রথমে এটি সত্য ঘটনা ভেবে নেয় ভক্তরা। তখন অনেককেই এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

- Advertisement -

Related Articles

Latest Articles