
খুলনায় নিহত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী মরদেহ শনিবার সন্ধ্যায় সৎকার করা হয়েছে। তার পরিবার সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে সৎকার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কনস্টেবল সুমন কুমার ঘরামীর পোস্টমার্টেম শেষে মরদেহ পুলিশ লাইনে আনা হয়। সেখানে তিনিসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা গার্ড অব অনার প্রদান ও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
কেএমপির সহকারী কমিশনার (এসি) সৌমেন বিশ্বাস জানান, নিহত সুমন তার দেহরক্ষী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন তিনি।
তিনি বলেন, সুমন এবং তিনি একসঙ্গে ছিলেন। সংঘর্ষের একপর্যায়ে তারা দলছুট হয়ে যান। প্রাণ বাঁচাতে তিনি ইউনিফর্ম খুলে প্রায় ৪ ঘণ্টা ড্রেনের মধ্যে ছিলেন সুমন। এর কোনো এক সময় আন্দোলনকারীরা কনস্টেবল সুমনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে।