17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সালমানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়িকা?

সালমানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়িকা? - the Bengali Times
নয়নতারা

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ নয়নতারার। দক্ষিণী এ অভিনেত্রীর ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে দর্শকের। কিন্তু, তার মন জুড়ে রয়েছেন অন্য কেউ। তিনি হলেন সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তার ভালোবাসার কথা।

সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী ও সালমানের দৃশ্যের স্থিরচিত্র। নিচে সংলাপ, ‘আমাদের বন্ধুত্বকে তুমি কী নাম দেবে?’ সঙ্গে বাজছে, ছবির জনপ্রিয় গান, ‘দিল দিওয়ানা, বিন সজনাকে মানে না…’। নয়নতারা জানিয়েছেন, তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখলেন।

- Advertisement -

তিনি লিখেছেন, ‌‘এরা দুই জন এবং এই ছবিটি, বিশুদ্ধ ভালোবাসা।’ সঙ্গে রয়েছে দু’টি ভালোবাসার ইমোজি। বোঝাই যায়, নয়নতারা একজন সালমান ভক্ত।
তবে এই প্রথম নয়, সালমানের প্রতি তার অনুরাগের কথা নয়নতারা এর আগেও প্রকাশ্যে জানিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles