2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

জালিয়াতি চক্রের খপ্পরে অভিনেত্রী!

জালিয়াতি চক্রের খপ্পরে অভিনেত্রী! - the Bengali Times
শ্রীমা ভট্টাচার্য

প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি চক্র টাকা নয়-ছয় করে চলেছে। এবার এমনই এক অভিজ্ঞতা হল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। বড় জালিয়াতির কবলে পড়লেন ছোট পর্দার অভিনেত্রী।

শ্রীমার নাম করে তারই পরিচিতদের থেকে টাকা চাওয়া হল এক ভুয়া নম্বর থেকে। ঘটনা অভিনেত্রীর কান অবধি পৌঁছতেই তিনি সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। শ্রীমার পর পর শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে তার পোষ্য সারমেয়দের ছুতোয় টাকা চেয়েছে সেই প্রতারক।

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীমা জানান, এটা একটা নতুন জালিয়াতি। দয়া করে প্রতারকের কথায় বিশ্বাস করবেন না। এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন।

শ্রীমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইনস্টাগ্রামে আমার পোষ্য সন্তান কোকোর একটা অ্যাকাউন্ট আছে। সেখানে এক জন ব্রিডার আমায় মেসেজ করে জানান, তাঁর কাছে আমার নাম করে কেউ হোয়াট্‌সঅ্যাপে মেসেজ করেছেন। আমি তাঁকে বলি বিষয়টিতে গুরুত্ব না দিতে। কয়েক দিন আগের ঘটনা এটা। কিন্তু আজ সকালে এই একই মেসেজ তিন-চার জনের কাছে যায়।’

শ্রীমা জানান, প্রতারকের কথা বিশ্বাস করে তাকে একজন দু’হাজার টাকা পাঠিয়েও দিয়েছেন। এই মুহূর্তে শুটিং চলছে তাই থানায় অভিযোগ জানাতে পারেননি। আমি এই ঘটনায় খুবই বিরক্ত।

- Advertisement -

Related Articles

Latest Articles