-0.9 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

১০০ কোটি ডলারের বীমা

১০০ কোটি ডলারের বীমা
গত সপ্তাহের মঙ্গলবার ব্যাপক বৃষ্টিপাত হয় এবং বাড়ির বেজমেন্টে হাঁটু সমান পানি জমে যায়

ঝড়ের ফলে এক মাসের সমপরিমাণ বৃষ্টির পর টরন্টো এখনো পুরোপুরি শুকায়নি। এর ফলে কিছু বাড়ির মালিকের বেজমেন্ট ভেসে গেছে। সেই সঙ্গে সম্পদেরও ক্ষতি হয়েছে।

গত সপ্তাহের মঙ্গলবার ব্যাপক বৃষ্টিপাত হয় এবং বাড়ির বেজমেন্টে হাঁটু সমান পানি জমে যায়। এতে করে বাড়ির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং বড় বড় গৃহ সরঞ্জামগুলো উল্টে পড়ে যায়। এলাকাটিকে অনেকটা মুভির মতো দেখা যাচ্ছে। এটা যখন আপনার নিজের বাড়ির ক্ষেত্রে ঘটবে তখন আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে।

- Advertisement -

রেকর্ড সৃস্টিকারী এই ঝড়ে কেবল যে বাড়িরই ক্ষতি হয়েছে তা নয়। এর ফলে মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েচে। বেশ কিছু চালক তাদের গাড়ি ফেলে গেছেন। প্রধান প্রধান সড়কে পানি উঠে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতোটাই খারাপ ছিল যে, ডন ভ্যালি পার্কওয়ে থেকে ১৪ জনেক উদ্ধার করতে হয়েছে।

প্রবল এই বৃষ্টিপাতকে এরই মধ্যে টরন্টোর ২০১৩ সালের ঝড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। ২০১৩ সালের ওই ঝড়কে কানাডায় অন্যতম ব্যয়বহুল প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখা হয়ে থাকে। ইন্স্যুরেন্স পেআইট অন্তত সে কথাই বলছে।

ইন্স্যুরেন্স ব্যুরো কানাডার (আইবিসি) উপাত্ত অনুযায়ী, ওই ঘটনার পর যে বীমা দাবি ফাইল করা হয় তার পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles