
প্রতীকী ছবি
পাত্রকে দেখে অজ্ঞান হয়ে গেলেন পাত্রী। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই এক ঘটনার ভিডিও। যা নিয়ে মশকরা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। বিয়ের সময় বরের বয়স বেশি হওয়ায় এমন ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার অনলাইনের।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাড়ির সামনে চেয়ার পেতে বসে আছেন পাত্রী। পাশের চেয়ারেই বসে পাত্রও। দুজনেরই মুখ ঢাকা। সামনে দুই পক্ষেরই আত্মীয়রা বসে আছেন। গল্পগুজব চলছে। এমন সময় ঘোমটা তুললেন পাত্রী। পাত্রও পাগড়িতে জুড়ে থাকা ঝালর সরালেন। প্রকাশ্যে এলো ষাটোর্ধ্ব বৃদ্ধের চেহারা। আর তা দেখেই জ্ঞান হারিয়ে পড়ে যান পাত্রী।
এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই পাঁচ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ওই পোস্টে লেখা, পাত্রীর বয়স ২০। পাত্রের বয়স ৬৯ বছর। আর তা দেখেই নাকি ওই পাত্রী অজ্ঞান হয়ে গিয়েছেন। যদিও এই ঘটনা কোথায় ঘটেছে, তা ওই ভিডিও থেকে স্পষ্ট নয়।
ভিডিওটিকে কেন্দ্র করে হাসির রব উঠেছে সামাজিক মাধ্যমে। বিভিন্ন মজার মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। এক জন ব্যবহারকারীর দাবি, তার পাত্রের যে ৬৯ বছর বয়স, তা সম্ভবত জানতেন না ওই নারী। একদম বিয়ের আসরে জানতে পেরেছেন। আর সেই জন্যই নাকি তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন।