10.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

‘নেইমার আমাকে ব্যক্তিগত মেসেজ দিয়েছে, কী লিখেছে বলব না’

‘নেইমার আমাকে ব্যক্তিগত মেসেজ দিয়েছে, কী লিখেছে বলব না’

ছবি সংগৃহীত

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক থেকে বিতাড়িত হওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না প্যারাগুয়ের নারী সাঁতারু লুয়ানা অলন্সোর। তিনি দাবি করেছেন যে, ব্রাজিলের ফুটবল তারকা নেইমার নাকি তাকে ব্যক্তিগত মেসেজ পাঠান। এই বিষয়ে অবশ্য নেইমার এখনও মুখ খোলেননি।

গেমস ভিলেজের পরিবেশ নষ্ট করার অভিযোগ লুয়ানাকে অলিম্পিক থেকে বের করে দেওয়া হয়। তারপর প্যারাগুয়ের একটি রেডিও অনুষ্ঠানে ২০ বছর বয়সী লুয়ানা বলেন, ‘নেইমার আমাকে ব্যক্তিগত মেসেজ দিয়েছে- এটুকুই আমি বলতে পারি। তবে সেটায় কী কথা লেখা ছিল- সেটা এখানে বলতে পারব না।’

- Advertisement -

সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণাসাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা
লুয়ানা আরও দাবি করেছেন যে, অলিম্পিক নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তাকে গেমস ভিলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। তিনি নিজেই দেশে ফিরে গেছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে ইনজুরিতে আক্রান্ত নেইমার এখনও মাঠে ফেরেননি। গত অক্টোবরে চোটে আক্রান্ত হওয়ার পর তার হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। নতুন মৌসুমের শুরুতেও হয়ত তাকে পাওয়া যাবে না।

- Advertisement -

Related Articles

Latest Articles