9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর, জল্পনা তুঙ্গে

যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর, জল্পনা তুঙ্গে - the Bengali Times
ছবি সংগ্রহ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বিয়ে-বিচ্ছেদ ও প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নুসরাতের জীবনে নাম জড়ায় যশ দাশগুপ্তের। এর মধ্যে এক ছেলের মা হয়েছেন এই নায়িকা।

সেই সন্তানের বাবার পরিচয় নিয়ে অনেক রকম খবর চাউর হলেও শেষে ইঙ্গিত মেলে যশই নাকি নুসরাতের সন্তানের জন্মদাতা। সব মিলিয়ে ভালো যাচ্ছিল যশ-নুসরাতের সম্পর্ক। কিন্তু আজ হঠাৎই সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কে ভাঙনের সুরের ইঙ্গিত মিললো, যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

- Advertisement -

কিছুদিন আগেই যশের জন্মদিনে নুসরাত কেক-এ লেখেন ‘হাজবেন্ড’। এরপর নুসরাত নানা সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি আর যশ আপাতত এনজয় করছেন তাদের অভিভাবত্ব। কিন্তু এরই মাঝে শুক্রবার নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম পোস্ট থেকে শুরু হয়েছে নতুন জল্পনা।
নুসরাত এদিন তার ইনস্টা স্টোরিতে লেখেন, ‘যে ঘরে শান্তি নেই সেই ঘর পৃথিবীর সবচেয়ে খারাপ জেল আর যে ঘর ভালোবাসায় পরিপূর্ণ তা হল সেরা জেল, যা তুমি কখনই ছেড়ে যেতে চাইবে না।’ অন্যদিকে যশ দাশগুপ্ত তার ইনস্টা স্টোরিতে লেখেন, ‘জেলে কেন থাকবে, যখন জেলের দরজা সবসময় খোলা।’

নুসরাত ও যশের ইনস্টা স্টোরি থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি একে অপরের থেকে আলাদা হচ্ছেন যশরাত? আপাতত একসঙ্গেই থাকেন তারা। তাহলে কী এবার বদলাবে ঠিকানা? প্রশ্ন নেটিজেনদের। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন এই দুই তারকা। তাহলে এবার কী বিচ্ছেদের ঘোষণা করতে চলেছে যশরাত! নাকি পুরোটাই কাকতালীয় বা নতুন কোনো নাটক।

সূত্র : জি নিউজ।

- Advertisement -

Related Articles

Latest Articles