11.1 C
Toronto
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

‘রংধনু’ পোশাকে নজর কাড়ছেন সানিয়া

‘রংধনু’ পোশাকে নজর কাড়ছেন সানিয়া - the Bengali Times
সানিয়া মির্জা ছবি ইনস্টাগ্রাম

ফ্যাশন সচেতন হিসেবে খ্যাতি রয়েছে ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার। টেনিস কোর্টেও নিজের স্টাইলের মাধ্যমে সাড়া জাগাতেন সানিয়া, এখন ইনস্টাগ্রামে বাহারি সাজপোশাকে দেখা মেলে তার।

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি ভক্তদের নজর কেড়েছে। ছবিতে দেখা যায়, বেশ কয়েকটি রঙের মিশেলে তৈরি পোশাক গায়ে জড়িয়েছেন সানিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা রংধনুর কোলাহলে বাস করি’।

- Advertisement -

সানিয়ার সেই ছবির নিচে মন্তব্যের ঘরে ভক্তরা তার ফ্যাশন সচেতনতার প্রশংসা করেছেন। কেউ তাকে ‘রোল মডেল’ আখ্যা দিয়েছেন। আবার কেউ মুগ্ধতার বার্তা দিয়েছেন, ‘সানিয়া আপনি চমৎকার’।

সানিয়ার রঙিন পোশাকের সূত্র ধরে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘শক্তির রংধনু’।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার টেনিস জগতের সবচেয়ে পরিচিত মুখ সানিয়া মির্জা। তিনটি গ্র্যান্ড স্লাম ডাবলস জয় করা এই ভারতীয় তারকা ২০২৩ সালে টেনিস ক্যারিয়ারের ইতি টানেন।

- Advertisement -

Related Articles

Latest Articles