2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

চিরতরে অভিনয় ছেড়ে বিয়ে করলেন কোটিপতির ছেলেকে

চিরতরে অভিনয় ছেড়ে বিয়ে করলেন কোটিপতির ছেলেকে - the Bengali Times
অদিতি আর্য

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা এমন অনেক অভিনেত্রী দেখেছি যারা বিয়ের পর চিরতরে গ্ল্যামার দুনিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে ভাগ্যশ্রী এবং আসিনের মতো সুপারস্টার রয়েছেন। এমনই একজন অভিনেত্রী রয়েছেন যিনি ২০১৫ সালের মিস ওয়ার্ল্ড হয়েও অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি হলেন অদিতি আর্য কোটাক।

অদিতি আর্য কোটাক বিয়ে করেছিলেন জয় কোটাককে, যিনি কোটাক ব্যাংকের প্রতিষ্ঠাতা উদয় কোটাকের ছেলে। উদয় কোটাকের সম্পত্তির পরিমাণ ১ লাখ ১১ হাজার ৬০০ কোটি টাকা এবং তিনি ভারতের ১৪তম ধনী ব্যক্তি।

- Advertisement -

স্যাক্রেড হার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে দশম শ্রেণি শেষ করে অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন অদিতি আর্য। পরে তিনি শহীদ সুখদেব কলেজ অব বিজনেস স্টাডিজ থেকে ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেছেন। তারপর তিনি এমবিএ করার জন্য ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টে যান।

এমবিএ শেষ করার পর অদিতি আর্য অ্যাকাউন্টিং ফার্ম, আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ে যোগ দেন। তবে ২০১৫ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য ই অ্যান্ড ওয়াইয়ের সেই উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেন।

উল্লেখ্য, পুরী জগন্নাথের ‘ইজম’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন অদিতি আর্য। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল এবং হিট ঘোষণা করা হয়েছিল। কবীর খানের ‘৮৩’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অদিতি আর্যের। ছবিটি বক্স অফিসে ঝড় তোলে এবং তখনই অদিতি চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

- Advertisement -

Related Articles

Latest Articles