14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

স্ত্রীকে বাইকের পিছনে বেঁধে ঘোরালেন প্রেমকুমার

স্ত্রীকে বাইকের পিছনে বেঁধে ঘোরালেন প্রেমকুমার - the Bengali Times
ছবি সংগৃহীত

হাত-পা পিছমোড়া করে বাইকের সঙ্গে বেঁধে স্ত্রীকে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন স্বামী প্রেমকুমার। বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করছেন স্ত্রী। যত চিৎকার করছিলেন, বাইকের গতি ততই বাড়ছিল। পাথুরে রাস্তার উপর দিয়ে নারীকে টেনে নিয়ে যাচ্ছিলেন যুবক। বেশ কয়েক পাক চালানোর পর বাইক থামিয়ে নামেন তার স্বামী। তার পর শুরু হয় মারধর। স্ত্রীর শরীরের উপর উঠে দাঁড়িয়ে পড়েন। এমনই একটি শিউরে ওঠা দৃশ্য প্রকাশ্যে এসেছে ভারতের রাজস্থানে।

স্থানীয় বেশ কয়েকটি সূত্রের খবর, প্রেমকুমার মেঘওয়ালের স্ত্রী বোনের বাড়িতে যাওয়ার জন্য আবদার করেছিলেন। সেই আবদারের কথা শুনতেই মেজাজ হারান প্রেমকুমার। তার পরই স্ত্রীকে ‘শাস্তি’ দিতে তার হা-পা পিছমোড়া করে বাইকের পিছনে বাঁধেন। তার পর পাথুরে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যান।

- Advertisement -

ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করতে তৎপর হয় পুলিশ। ভিডিওটি খতিয়ে দেখে এলাকা চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেপ্তার করে তারা। অভিযুক্তকে জেরা করে এই ঘটনার কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, প্রেমকুমার বেকার ও মাদকাসক্ত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

নাগাউরের পুলিশ সুপার নারায়ণ তোগাস এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেমকুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বোনের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল নারীর। তার পরই তার উপর হামলা চালান প্রেমকুমার।

- Advertisement -

Related Articles

Latest Articles