16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

পানি দাও মুগ্ধ

পানি দাও মুগ্ধ - the Bengali Times
পানি দাও মুগ্ধ

আমার বর্ণমালার ‘ব’ অক্ষরটি আজ পুড়ে যাচ্ছে
পুড়ে যাচ্ছে- বত্রিশ, বঙ্গবন্ধু, বাংলার ইতিহাস
পুড়ে যাচ্ছে- আগস্ট, পুড়ছে ধর্মগ্রন্থ।
পানি লাগবে মুগ্ধ, পানি লাগবে…
নিভাও দাবাদাহ
পানি দাও মুগ্ধ, পানি দাও। পানি দাও
.
বাবা মুগ্ধ,
তোমার মহুয়া দি’র বাড়ি পুড়ছে, শাড়ি পুড়ছে, গাড়ি পুড়ছে
মন্দির পুড়ছে!
দূরন্ত শিশুটিও পুড়ে যাচ্ছে, ভাস্কর্য পুড়ে যাচ্ছে
ছাই হয়ে যাচ্ছে আগুন
পোড়া গন্ধে ভেসে যাচ্ছে মাগরিবের আজান
জল নয়, মিনারেল ওয়াটারও নয়-
পানি লাগবে মুগ্ধ, পানি…
পানি দাও মুগ্ধ, পানি দাও। পানি
.
পুড়ে যাচ্ছে পরাণ আরেক কারবলায়
ঝুলন্ত অগ্নিদগ্ধ তৃষ্ণার্ত মানব জাতি মৃত্যুর পূর্বে
শেষ চিৎকার, আর্তনাদ:
‘মা গো মা, ফাতিমা/ ফেটে যাচ্ছে ছাতি মা’।
.
পানি লাগবে মুগ্ধ, পানি লাগবে পানি…
প্লিজ, পানি দাও। পানি দাও। পানি দাও
.
নৈলে নেমে আসবে শ্রাবণের তুমুল বৃষ্টি।

ইস্টইয়র্ক, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles