-0.9 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

অসাংবিধানিক আইন প্রণয়নের জন্য সরকারকে দায়ী করা যাবে

অসাংবিধানিক আইন প্রণয়নের জন্য সরকারকে দায়ী করা যাবে
সর্বোচ্চ আদালতের বেশিরভাগ বিচারপতি বলেছে আইনের জন্য সরকারগুলোকে জবাবদিহিতার কাঠগড়ায় তোলা হয় কম

পরবর্তীতে অসাংবিধানিক প্রমাণিত হয় এমন কোনো আইন প্রণয়ন ও বাস্তবায়ন করলে রাষ্ট্রও তার দায় থেকে মুক্ত নয় বলে রায় দিয়েছে কানাডার সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বেশিরভাগ বিচারপতি বলেছে, আইনের জন্য সরকারগুলোকে জবাবদিহিতার কাঠগড়ায় তোলা হয় কম। এমনকি ওইসব আইন চার্টারে দেওয়া অধিকার লঙ্ঘন করলেও।

এই সিদ্ধান্ত নিউ ব্রান্সউইকের এক বাসিন্দার সামনে ফেডারেল সরকারকে আদালতে তোলার সুযোগ করে দিয়েছে। সাবেক রক্ষণশীল সরকারের ২০১০ ও ২০১২ সালে পাস করা দু্িট আইনের কারণে সরকারকে আদালতে তোলা যাবে। জোসেফ পাওয়ার নামে ওই ব্যক্তি ১৯৯০ এর দশকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন। এরপর কারাবাস করেন এবং সেখান তেকে বেরিয়ে মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট হন।

- Advertisement -

তার ফৌজদারি রেকর্ড দেখার পর ২০১১ সালে তিনি চাকরিচ্যুত হন। ২০১৩ সালে তিনি ক্ষমা চেয়ে আবেদন করেন। কিন্তু তা খারিজ হয়ে যায়।

ফেডারেল কনজার্ভেটিভদের আনা আইনি পরিবর্তন তাকে স্থায়ীভাবে ক্ষমা ও চাকরির অযোগ্য ঘোষণা করে। পাওয়ার বলেন, তার অপরাধের ইতিহাস তাকে তার ক্ষেত্রে কাজ করা অসম্ভব করে তোলে। যদিও আইনের কিছু অংশ চার্টার অব রাইটস অ্যান্ড ফ্রিডমসের সঙ্গে সাঘর্ষিক বলে ঘোষিত হয়।

ক্ষতিপূরণ দাবি করে পাওয়ার আইনি পদক্ষেপ নেয়। সেখানে আইনটির গ্রহণ ও প্রয়োগের ব্যাপারে অভিযোগ আনা হয়। এটি বিচারে যাওয়ার আগে ফেডারেল অ্যাটর্নি জেনারেল ক্রাউনকে ক্ষতির জন্য দায়বদ্ধ এবং পরবর্তীতে অসাংবিধানিক ঘোষিত আইনটি প্রয়োগ করা যায় কিনা তা নিয়ে ব্যাখ্যা দাবি করেন।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles