-0.9 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

গ্রোসারি কোড অব কন্ডাক্ট অফিস স্থাপনে সরকার ১২ লাখ ডলার দিচ্ছে

গ্রোসারি কোড অব কন্ডাক্ট অফিস স্থাপনে সরকার ১২ লাখ ডলার দিচ্ছে
গ্রোসারি কোড অব কন্ডাক্ট দেখভালের জন্য একটি কার্যালয় স্থাপনে সহায়তার জন্য এককালীন ১২ লাখ ডলার দেওয়ার কথা ঘোষণা করেছেন ফেডারেল কুষিমন্ত্রী লরেন্স মাকঅলে

গ্রোসারি কোড অব কন্ডাক্ট দেখভালের জন্য একটি কার্যালয় স্থাপনে সহায়তার জন্য এককালীন ১২ লাখ ডলার দেওয়ার কথা ঘোষণা করেছেন ফেডারেল কুষিমন্ত্রী লরেন্স মাকঅলে। একই ঘোষণা দিয়েছেন প্রাদেশিক ও আঞ্চলিক কৃষিমন্ত্রীরাও।

ভলান্টারি কোডে সব গ্রোসার স্বাক্ষরে সম্মত হওয়ার একদিন পর এই ঘোষণা দিলেন ম্যাকঅলে। শিল্প নেতৃত্বাধীন এই কোডের অর্থ হলো গ্রোসারি রিটেইলার ও সাপ্লায়ারদের মধ্যে লেনদেন যাতে ন্যায্য সেজন্য নীতিমালা তৈরি করা। বড় গ্রোসাররা এতে স্বাক্ষর করবেন কিনা তা নিয়ে মাসব্যাপী অস্পষ্টতার ফলে সরকার এতে এগিয়ে আসতে পারে বলে উদ্বেগ দেখা দেয়।

- Advertisement -

ফুড, হেলথ অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস অব কানাডার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোডের জন্য যে অন্তবর্তীকালীন বোর্ড তার চেয়ারম্যান মাইকেল গ্রেডন বলেন, আগামী বছর কোডটি কার্যকর হওয়ার আগে অনেকে কাজ করতে হবে।

তিনি বলেন, এই তহবিল কার্যালয় স্থাপনে সহায়তা করবে। এই কার্যালয় একজন অ্যাডজুডিকেটর নিয়োগ দেওয়াসহ কোড দেখভাল করবে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles