
ভারতে বিমানবালার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি পূর্ব দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্ক এলাকার। বুধবার (১৪ আগস্ট) সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়।
পুলিশ জানায়, ওই নারী দ্বারকায় যেতে অ্যাপে মোটরসাইকেল ডাকেন। গাড়িতে উঠার পর কিছু দূর গিয়ে একটি নির্জন জায়গায় গাড়ি থামান চালক। এরপর জঙ্গলের মধ্যে বিমানবালার শ্লীলতাহানি করেন।
পুলিশ অভিযান চালিয়ে উত্তরপ্রদেশের আউরিয়া থেকে অভিযুক্ত চালককে গ্রেফতার করে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।