5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ডিভোর্সের গুজব নিয়ে শিশির বললেন ‘সাকিব অসাধারণ স্বামী’

ডিভোর্সের গুজব নিয়ে শিশির বললেন ‘সাকিব অসাধারণ স্বামী’
ছবি ফেসবুক

পাকিস্তান সফরের প্রাক্কালে হুট করেই গতকাল বুধবার সাকিব আল হাসানকে ঘিরে গুজব ছড়িয়ে পড়ে যে, উম্মে আহমেদ শিশিরের সঙ্গে তার নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে! এই গুজবের কারণ- নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ছড়িয়ে পড়া। এছাড়া সাকিবের ‘হোটেলজীবন’ নিয়ে এক তরুণীর ভিডিওবার্তা এবং এরপর শিশিরের কিছু ফেসবুক পোস্ট উধাও হয়ে যাওয়া। তবে গুজব ছড়ানোর কয়েকঘণ্টার মাঝেই ফেসবুকে সরব হলেন সাকিবের স্ত্রী শিশির। দীর্ঘ পোস্টে জানালেন, সাকিব স্বামী হিসেবে অসাধারণ।

শিশির ফেসবুকে একটি ফ্যামিলি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে আপনার মতামত থাকতেই পারে, আমি সেটা অস্বীকার করব না। প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। আপনি যত চান তত সমালোচনা করুন। কিন্তু দয়া করে আমাদের দাম্পত্য সম্পর্কের সঙ্গে এটা মেশাবেন না। সে স্বামী হিসেবে এবং পিতা হিসেবে অসাধারণ। সে সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত। আমি কষ্ট পাই এমন কিছুই সে কখনো করে না।’

- Advertisement -

‘সে এমন একজন ব্যক্তি, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে একবার নিষিদ্ধ হয়েছিল। সে বাইরে কোথায় কোথায় যায় সেটা আমি ভালো করেই জানি এবং বেশিরভাগ সময় আমি তার সঙ্গে থাকি। মানুষটা সেই ১৩ বছর আগের মতোই আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০/১০০। আমাদের একটি সুন্দর পরিবার আছে, আলহামদুলিল্লাহ। দয়া করে অনলাইনে গুজব ছড়ানো বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সব বিশ্বাস করবেন না। কপি-পেস্ট করা ছবিগুলো আসল চিত্রটা তুলে ধরে না। যে গ্রুপটা এই কাজ করেছে, তাদের কাছে প্রশ্ন, এটা করে আপনাদের কী লাভ হলো?’

সারাদিন বল করে মাত্র ৪ উইকেট!সারাদিন বল করে মাত্র ৪ উইকেট!
‘আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। সত্যিটা জানি, তাই চুপ থাকতে চেয়েছিলাম। কিন্তু অসংখ্য মেসেজ আর ফোনকলের কারণে বিষয়টি পরিস্কার করতে বাধ্য হয়েছি। সাকিব এখন তার সমস্ত মনোযোগ দিয়েছে পাকিস্তান সিরিজে এবং আমার মনোযোগ আমার পরিবারের। আমরা সবসময় পারিবারিক বন্ধনে বাঁধা, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। আমি আমার কোনো পোস্ট বা ছবি মুছে দেইনি, সেগুলো অনলি মি করে রেখেছি। ছবি পোস্টের দিয়ে কোনো সম্পর্ককে বিচার করা যায় না।’

- Advertisement -

Related Articles

Latest Articles