17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

হার্দিকের নতুন প্রেমিকা কে এই জেসমিন?

হার্দিকের নতুন প্রেমিকা কে এই জেসমিন? - the Bengali Times
ছবি সংগৃহীত

বিচ্ছেদের এক মাসও পার হয়নি। এরই মধ্যে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার নাম জড়িয়েছে নতুন প্রেমিকার সঙ্গে। যার সঙ্গে নাকি বর্তমানে গ্রিসে একান্ত সময় কাটাচ্ছেন তিনি।

সম্প্রতি হার্দিক তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে শার্টের বোতাম খোলা, চোখ‌ে রোদচশমায় একটি সুইমিং পুলের পাশে হাঁটতে দেখা গেছে তাকে।

- Advertisement -

ঠিক একই সময়ে ভারতের পরিচিত এক গায়িকাও সেই স্থান থেকে নিজের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। তার নাম জেসমিন ওয়ালিয়া।

গ্রিসের মায়কোনোসের এক বিলাসবহুল রেস্তরাঁয় ঘুরতে গেছেন জেসমিন। নীল বিকিনি পরে সেখান থেকেই ছবি পোস্ট করেছেন তিনি।

জেসমিনের ছবি পোস্টের পরই হার্দিকও একই জায়গা থেকে ভিডিও পোস্ট করেন। এরপরই শুরু হয় তাদের দুজনের ডেট’র জল্পনা। দুজনেই নাকি বর্তমানে একই হোটেলে অবস্থান করছেন। গ্রিসের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন।

বিবাহবিচ্ছেদের পর হার্দিকের পাশে নতুন প্রেমিকাকে দেখে ভক্তদের প্রশ্ন, কে এই জেসমিন ওয়ালিয়া?

১৯৯২ সালের ২৩ মে ইংল্যান্ডের এসেক্সে জন্ম জেসমিনের। সেখানে বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। পরিবারের কেউ সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত না থাকলেও ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তার।

জেসমিনের যখন মাত্র আট বছর বয়স, তখন থেকেই গান করতে শুরু করেন তিনি। ১০ বছর বয়সে নাটক শেখার জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রেও ভর্তি হন ।

২০০০ সালে প্রথম অভিনয়ের সুযোগ পান জেসমিন। ‘ডক্টরস’ নামে একটি ধারাবাহিকে শিশু অভিনেত্রী হিসেবে হিসাবে দেখা যায় তাকে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন নিয়ে পড়ে স্নাতক হন এই সংগীতশিল্পী।

সেখান থেকে একটি ব্যাংকে চাকরিতে জয়েন করেন। কয়েক বছর পর সেই চাকরি ছেড়ে দেন। এরপর শুরু করেন সংগীতচর্চা।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ইউটিউবে নিজস্ব চ্যানেল খোলেন তিনি। সেখানেই নিয়মিত নিজের গান প্রকাশ করতেন। বেশ জনপ্রিয়তাও পায় জেসমিনের গান।

২০১৫ সালে ‘দেশি রাস্কাল্‌স’ নামে একটি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান তিনি। এই ধারাবাহিকে শুটিং চলাকালীন আলাপ হয় রস ওয়ার্সউইকের সঙ্গে। জেসমিনের সহ-অভিনেতা ছিলেন তিনি। পেশাগত সূত্রে আলাপ হলেও সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম হয় দু’জনের।

কানাঘুষো শোনা যায়, রসের সঙ্গে দু’বছর সম্পর্কে ছিলেন এই গায়িকা। গান নিয়ে পুরোদমে নিজের ক্যারিয়ার শুরু করতে চান বলে রসের সঙ্গে সম্পর্কে ইতি টানেন।

এরপর ব্রিটেনের জনপ্রিয় গায়ক জ্যাক নাইটের সংস্পর্শে আসেন এই শিল্পী। জ্যাকের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান তিনি। এরপরই জেসমিনের ক্যারিয়ার বদলে যায়। গায়িকা হিসেবে রাতারাতি পরিচিতি পেয়ে যান।

শুধু বিদেশের মাটিতেই নয়, ক্যারিয়ার গড়তে বলিপাড়ায়ও পা রাখেন জেসমিন। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সোনু কে টিটু কি সুইটি’ নামের একটি হিন্দি ছবি। কার্তিক আরিয়ান অভিনীত এই ছবিতে ‘বম ডিগি’ গানটি গেয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এই গায়িকার। ইনস্টাগ্রামে প্রায় ৬ লাখের বেশি অনুসারী রয়েছে তার।

- Advertisement -

Related Articles

Latest Articles