8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বেতন নিয়ে প্রেয়সীর খোঁচা, মুক্তি পেতে যা করবেন

বেতন নিয়ে প্রেয়সীর খোঁচা, মুক্তি পেতে যা করবেন - the Bengali Times
ছবি সংগৃহীত

মূল্যবৃদ্ধির এই বাজারে ঠিকঠাক বাঁচতে গেলে টাকা-পয়সা সকলের দরকার। জিনিসপত্রের চড়া দামের এ সময়ে শখ পূরণ তো বাদ দিন, প্রতিদিনের খরচ সামলাতেই হিমশিম খেতে হয় পুরুষদের। সময় পেলেই নিজের বেতন বাড়ানোর পরিকল্পনায় ব্যস্ত থাকেন তারা। তবে অফিস বেতন না বাড়ালে চোখের সামনে সব অন্ধকার লাগে।

কিন্তু কিছু সময় প্রেমিকারা এই বিষয়টি বুঝতে চান না। পুরুষের এমন কাটা ঘায়ে নুনের ছিঁটে দেন তাদের প্রেমিকারা। তারা বারবার প্রেমিককে কম বেতনের জন্য খোঁটা দেন। প্রেয়সীর মুখে এই ধরনের কথা শুনে হীনমন্যতায় ভুগতে শুরু করেন পুরুষেরা। এমনকি ধীরে ধীরে কমতে থাকে ভালোবাসা।

- Advertisement -

মনোবিদরা বলছেন, প্রেমিকা যদি বেতন নিয়ে খোঁটা দেয় তবে তা যৌক্তিকভাবে মোকাবিলা করা উচিত। কারণ আপনি তো আর কাজ না করে টাকাটা পান না। এমনকি কেউ দয়া করেও দেয় না। তাই নিজের বেতন নিয়ে গর্ব করতে শিখুন।

এমন পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগেই জেনে নিন ৫টি টিপস:

মনের কথা খুলে বলুন

অনেক পুরুষই নিজের খারাপ লাগার কথা প্রেমিকার কাছে খুলে বলেন না। কেউ আপনাকে কিছু বলে চলে গেলেই হয়ে যায় না। তাই এই সমস্যার একটা সহজ সমাধান করতে চাইলে প্রেমিকাকে নিজের মনের কথা খুলে বলুন। এখনই তাকে বোঝান যে আপনি খুব চেষ্টা করছেন। এই কাজটা করলেই তিনি নিজের ভুল ধরতে পারবেন। তারপর ধীরে ধীরে নিজের বদভ্যাস শুধরে নেবেন।

চেষ্টার কমতি রাখবেন না​

আজকাল জীবনে চলতে গেলে টাকা পয়সা প্রতিটি মানুষের প্রয়োজন। এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকা পাপ। তাই আপনাকে নিজের জন্য একটা ভালো চাকরি দেখতেই হবে। চেষ্টার ত্রুটি একবারেই রাখবেন না। শুধু একটু চেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন। এদিকে ওদিকে খবর রাখুন। আর আপনি যে চাকরি বদলে ফেলার চেষ্টা করছেন, এই বিষয়টা অবশ্যই প্রেমিকাকে জানাতে হবে। কিছু একটা ভালো হয়েই যাবে।

জবাব দিন​

অবশ্যই নিজের আত্মমর্যাদার দিকটা মাথায় রাখতে হবে। বুঝিয়ে বলার পরও যদি না শোনেন, তাহলে জবাব দিতে হবে। ছেড়ে কথা বলা চলবে না। বরং তাকে উত্তর দিতে হবে। প্রথমদিনই যদি এই বিষয়ে কথা বলতে বারণ করতেন, দেখতেন আর সমস্যা হচ্ছে না। তবে এখনো দেরি হয়নি। এক্ষেত্রে একটু গলা তুলেই তাকে এই ধরনের কথা বলতে বারণ করুন। তাহলেই তিনি শুনবেন। আর তাতেও যদি কাজ না হলে তার কিছু খারাপ দিক নিয়েও কথা বলতে পারেন। তাহলেই দেখবেন বেশি বকবক করবেন না। বরং এরপর থেকে কথা বলার আগে সংযত থাকবেন।

অন্য ইঙ্গিত নেই তো

মানুষের মনের বদল হতে সময় লাগে না। আজ একটি মানুষ একভাবে জীবনকে দেখলে, কাল তার ভাবনায় ঘটতে পারে পরিবর্তন। হয়তো তিনি আপনাকে আর পছন্দ করছেন না। সংসার ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। তাই এই ধরনের কথা বারবার করে উঠে আসলে বুঝবেন কোথাও একটা সমস্যা তো অবশ্যই রয়েছে। প্রয়োজনে সরাসরি প্রেমিকাকে জিজ্ঞেস করুন। একটা উত্তর পেয়ে যাবেনই।

বিশেষজ্ঞের পরামর্শ নিন​

এত প্রচেষ্টা যদি বিফলে যায়, তাহলে আর আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। বরং এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তার কাছে গিয়ে গোটা বিষয়টা খুলে বলুন। তারপর তিনি যা যা উপদেশ দেবেন, সেগুলি অক্ষরে অক্ষরে মেনে চলার কাজে লেগে পড়ুন। আশা করছি, এই কাজটা করলেই প্রেমিকার ভাবনায় বদল আনতে পারবেন। এমনকি কমবে আপনার মনের ভার।

 

- Advertisement -

Related Articles

Latest Articles