
মালালা ইউসুফজাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত টেইলর সুইফটের কনসার্টে অংশগ্রহণ করেছেন। শনিবার (১৭ আগস্ট) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে তার আনন্দঘন অভিব্যাক্তি শেয়ার করেন।
মালালা ইউসুফজাই আফগানিস্থানে তালেবানের রক্তচক্ষূ উপেক্ষা করে নারীদের অধিকার নিয়ে কথা বলে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। শৈশবের স্মৃতিচারন করে মালালা সোয়াত উপত্যকায় কাটানো দিনগুলোর কথা মনে করেন। স্কুলে যাওয়ার অনুমতি পাওয়ার পর আমরা বন্ধুরা ঘুরতে যেতাম ,একসাথে হাসতে এবং গান করতে পারতাম।
মালালা উদ্বেগ জানিয়ে লেখেন বর্তমানে আফগানিস্থানে আবার তালেবান যুগ ফিরে এসেছে। মেয়েদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। তাদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না। তাদের শিল্পচর্চা, সংগীতচর্চা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এমন একটি পৃথিবীতে বাস করতে চাই যেখানে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং তাদের স্বপ্নগুলি বাস্তবায়ন করতে পারবে।