14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বিলাসবহুল প্রমোদতরি ডুবে নিখোঁজ ব্রিটিশ ধনকুবের, নিহত ১

বিলাসবহুল প্রমোদতরি ডুবে নিখোঁজ ব্রিটিশ ধনকুবের, নিহত ১
ছবি বায়েসিয়ান ডুবে যাওয়ার সময় ২২জন যাত্রী নিয়ে যাচ্ছিল

ইতালীয় দ্বীপ সিসিলির উপকূলে একটি বিলাসবহুল প্রমোদতরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রমোদতরীতে থাকা ব্রিটিশ ধনকুবের এবং প্রযুক্তি ব্যবসায়ী মাইক লিঞ্চ এবং তার ১৮ বছর বয়সী নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং মোট ছয়জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে প্রমোদতরি ডুবির ঘটনা ঘটে বলে পৃথক প্রতিবেদনে জানায় আল জাজিরা ও বিবিসি নিউজ।

- Advertisement -

বিবিসি জানায়, প্রমোদতরীটিতে ব্রিটিশ, আমেরিকান এবং কানাডিয়ান নাগরিকসহ মোট ২২ জন মানুষ ছিল। দুর্ঘটনার পর এক বছর বয়সী ব্রিটিশ শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং কর্তৃপক্ষ নিখোঁজদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে আল জাজিরা বলছে, প্রমোদতরী ডুবিতে একজন মারা গেছে এবং ছয়জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের মধ্যে ব্রিটিশ প্রযুক্তি ব্যবসায়ী মাইক লিঞ্চ, তার মেয়ে হান্না লিঞ্চ, তার আইনজীবী এবং অন্যান্যরা রয়েছে বলে জানিয়েছে ইতালির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ। তবে মাইক লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেসসহ আরও ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বায়েসিয়ান নামের প্রমোদতরীটি স্থানীয় সময় সোমবার সকাল ৫টার দিকে একটি প্রবল ঝড়ের কবলে পরে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরে নোঙর করা ছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির মাস্তুল ভেঙে যায়। এতে ভারসাম্য হারিয়ে একপর্যায়ে তরীটি সিসিলিয়ার রাজধানী পালেরমোর কাছে পোর্টিসেলো গ্রামের উপকূলে ডুবে যায়।

ডুবুরিরা ইতিমধ্যে সাগরের ৫০ মিটার গভীরে একটি ধ্বংসাবশেষ সনাক্ত করেছে এবং নিখোঁজদের সন্ধান করছে। বায়েসিয়ান নামের ১৮৩ ফুট দৈর্ঘ্যের প্রমোদতরিটির মালিকানার সঙ্গে মাইক লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলার সংশ্লিষ্টতা আছে।

কোস্টগার্ডের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি প্রমোদতরীর রান্নার কাজ করতেন।

ইতালির কোস্টগার্ড তাদের জলযান, ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles