16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ফেসবুকে ভাইরাল বার্তাটি ‘গুজব’

ফেসবুকে ভাইরাল বার্তাটি ‘গুজব’ - the Bengali Times
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নিয়ে একটি বার্তা ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে, ফেসবুক বা মেটার নতুন নিয়ম অনুসারে তারা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে। ফেসবুক বা মেটা যেন এমনটা না করতে পারে সে জন্য ভাইরাল পোস্টটি নিজেদের ফেসবুক প্রোফাইলে পোস্ট করার জন্য বলা হচ্ছে ব্যবহারকারীদের।

এতে আতঙ্কিত হয়ে অনেকেই তাদের প্রোফাইলে এটি পোস্ট করা শুরু করেন। কিন্তু ভাইরাল হওয়া সতর্কতামূলক এই পোস্টটি আসলে সম্পূর্ণ গুজব। বিভ্রান্তি ছড়ানোর জন্যই এটি ছড়ানো হয়েছে।

- Advertisement -

ছড়িয়ে পড়া বার্তাটির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। প্রতিষ্ঠানটির মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, ছড়িয়ে পড়া বার্তাটি পুরোপুরি মিথ্যা। গত বছরও এমন একটি ভুয়া বার্তা ছড়িয়ে পড়েছিল।

জানা গেছে, বিশ্বের অনেক দেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নতুন ভুয়া বার্তাটি ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশ, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ইথিওপিয়া ও সিঙ্গাপুরে বেশি ছড়িয়ে পড়ে।

বাংলাদেশি ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়া বার্তার শুরুটা এমন, ‘আগামীকাল থেকে নতুন ফেসবুক বা মেটা নিয়ম শুরু হবে, যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যা‌বেন না, আজ শেষ দিন!’

এরপর সতর্কতা হিসেবে সে বার্তা কপি-পেস্ট করে ফেসবুকেই আগাম জানিয়ে রাখতে বলা হয়েছে। পোস্টে দেখা যায়, ‘ফেসবুক বা মেটাকে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না।’

এএফপির ফ্যাক্টচেক দলকে ফেসবুকের যোগাযোগ ব্যবস্থাপক (থাইল্যান্ড ও লাওস) মানাশুয়েন কোবাপিরাত বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, উল্লিখিত বার্তাগুলো সত্য না।’

তিনি বলেন, ফেসবুক বা এর মাতৃপ্রতিষ্ঠান মেটা কীভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে, তা জানা যাবে টার্মস অব সার্ভিস পাতা থেকে। ব্যবহারকারীরা যে কোনো সময় তাদের ‘প্রাইভেসি সেটিংস’ দেখে প্রয়োজন বুঝে সেখানে পরিবর্তন করতে পারেন। একই সঙ্গে ‘প্রাইভেসি চেকআপ’ টুল ব্যবহার করে তাদের শেয়ার করা পোস্টকে কে দেখতে পাবেন, কীভাবে তা ব্যবহার করা যাবে এবং কীভাবে অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করা যাবে, তাও নির্ধারণ করে দিতে পারবেন।

ইমেইলে আসা যে কোনো লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, ফেসবুকের কাছ থেকে ইমেইল এলে সেটার শেষে ডোমেইন নেম দেখাবে fb.com,

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ঘোষণার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠানের নাম বদলে ‘মেটা’ করা হয়। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সেবাগুলো মেটার অধীনে আগের মতোই পরিচালিত হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles