-3.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

সহকর্মীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হলেন শ্রদ্ধা!

সহকর্মীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হলেন শ্রদ্ধা!
শ্রদ্ধা কাপুর

‘স্ত্রী’-এর মতোই সাফল্যের মুখ দেখছে ‘স্ত্রী ২’ ছবিটিও। দু’টি ছবিতেই রাজকুমার রাওয়ের পাশাপাশি শ্রদ্ধা কাপুরের অভিনয় মন কেড়েছে দর্শকের। দীর্ঘদিন পর পর্দায় দেখা যাচ্ছে শক্তি-কন্যাকে। এরইমধ্যে এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে এক গোপন তথ্য ফাঁস করেছেন শ্রদ্ধা।

জানিয়েছেন, এক সময় বলিউডেরই এক তারকাকে প্রেম নিবেদন করেছিলেন তিনি। তবে ইতিবাচক সাড়া পাননি।

- Advertisement -

‘স্ত্রী ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে বরুণ ধাওয়ানকে। অনেকেই হয়তো জানেন না, শ্রদ্ধা এবং বরুণ আসলে বাল্যবন্ধু। অল্প বয়সে নাকি বরুণকেই প্রেম নিবেদন করেছিলেন শ্রদ্ধা! কিন্তু বরুণ অভিনেত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

খালেদা জিয়াকে নিয়ে হবে সিনেমা, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’খালেদা জিয়াকে নিয়ে হবে সিনেমা, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা
শ্রদ্ধা বলেন, ‘ছোটবেলায় বরুণকে আমি পছন্দ করতাম। আমাদের বাবাদের শুটিংয়ে গিয়েছিলাম। সেখানেই পাহাড়ের উপর ওকে প্রেম নিবেদন করি। কিন্তু বরুণ তখন রাজি হয়নি।’

এর নেপথ্য কারণও খোলাসা করেছেন শ্রদ্ধা। তিনি বলেন, ‘ও শুনেই বলে, ‘আমি মেয়েদের পছন্দ করি না’ তার পরেই বরুণ দৌড়ে পালিয়ে যায়।’

এর আগে ‘এবিসিডি ২’ এবং ‘স্ট্রিট ডান্সার থ্রি ডি’ ছবিতে বরুণের সঙ্গে শ্রদ্ধার জুটি মন কেড়েছিল দর্শকের। ‘স্ত্রী ২’ ছবিতেও দু’জনের রসায়ন পরবর্তী সিক্যুয়েলে চমক হতে পারে বলে মনে করছেন অনুরাগীরা।

- Advertisement -

Related Articles

Latest Articles