-0.9 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ইহুদিবিরোধী তাঁবু অপসারণের পক্ষে সিংহভাগ কানাডিয়ান

ইহুদিবিরোধী তাঁবু অপসারণের পক্ষে সিংহভাগ কানাডিয়ান
অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের জন্য করা লেজারের সমীক্ষায় দেখা গেছে ৭০ শতাংশ কানাডিয়ান এ ব্যাপারে একমত যে মন্ট্রিয়লের দুটি ম্যাকগিল ইউনিভার্সিটির একটি এবং ডাউনটাউন ভিক্টোরিয়া এভিনিউয়ের আরও একটি তাঁবু ভেঙে দেওয়ার সব ধরনের অধিকার পুলিশ ও বেসরকারি নিরাপত্তা বাহিনীর রয়েছে

সিংহভাগ কানাডিয়ান চান অবৈধ ও ধ্বংসাত্মক ইসরাইলবিরোধী তাঁবু পুলিশ ভেঙে ফেলুক। এমনটাই উঠে এসেছে জাতীয় এক জরিপে।

অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের জন্য করা লেজারের সমীক্ষায় দেখা গেছে, ৭০ শতাংশ কানাডিয়ান এ ব্যাপারে একমত যে, মন্ট্রিয়লের দুটি, ম্যাকগিল ইউনিভার্সিটির একটি এবং ডাউনটাউন ভিক্টোরিয়া এভিনিউয়ের আরও একটি তাঁবু ভেঙে দেওয়ার সব ধরনের অধিকার পুলিশ ও বেসরকারি নিরাপত্তা বাহিনীর রয়েছে।

- Advertisement -

দাঙ্গা প্রতিরোধী পোশাক করে ৫ জুলাই ভোরের আগেই পুলিশ তাঁবু উচ্ছেদে ভিক্টোরিয়া স্কয়ারে যায়। ইহুদিবিরোধী বিক্ষোভকারীদের ব্যাপারে সিটি খুব বেশি নমনীয় বলে কুইবেকের জননিরাপত্তামন্ত্রী প্রকাশ্যে অভিযোগ করার দুইদিন পর এই পদক্ষেপ নেয় পুলিশ।

ভিক্টোরিয়া স্কয়ার পরিস্কার করার পাঁচদিন পর পুলিম এবং একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের এজেন্টরা ম্যাকগিল এনক্যাম্পমেন্টের প্রায় ১০০টি তাঁবু অপসারণে এক্সকাভেটর এবং ফ্রন্ট-এন্ড লোডার ব্যবহার করে। অবসান ঘটে দুই মাসের বেশি সশয় ধরে চলা আইনি লড়াই, পাল্টা বিক্ষোভ, ইহুদিবিদ্বেষের অভিযোগ এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে তোলা উদ্বেগের।

এনক্যাম্পমেন্টের বিরুদ্ধে স্থগিতাদেশ দিতে দুবার অস্বীকৃতি জানায় কুইবেকের আদালতগুলো। এক পর্যায়ে বিপ্লবী গ্রীষ্মকালীন কর্মসূচি প্রচারে ফ্লায়ার অনলাইনে প্রকাশ করা হয়। তাতে কিফায়াহ পরিহীত ফিলিস্তিনি যোদ্ধাদের মেশিনগান উচিয়ে ধরতে দেখা যায়।

ডাউনটাউন মন্ট্রিয়লের ভিক্টোরিয়া স্কয়ার ক্যাম্পের আয়োজন করেছিল ডাইভেস্ট ফর প্যালেস্টাইন কালেক্টিভের সদস্যরা। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে কুইবেকের পেনশন ফান্ডের ব্যবস্থাপকের ওপর চাপ প্রয়োগ করা। ইসরায়েলি এই প্রতিষ্ঠানগুলোকে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে ইসরায়েলের দোসর হিসেবে অভিযোগ করে আসছে তারা।

সমীক্ষার ফলাফল অনুযায়ী, ১৮ থেকে ৩৪ বছর বয়সী প্রায় অর্ধেক অর্থাৎ ৪৮ শতাংশ কানাডিয়ান ম্যাকগিলের তাঁবু অপসারণের পক্ষে বলিষ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ২৪ শতাংশ কানাডিয়ান। এই বয়সীদের মধ্যে ২৭ শতাংশ বলেছেন, তারা এ বিষয়ে জানেন না বা এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে চান না।

ম্যাকগিল ও ভিক্টোরিয়া স্কয়ারের তাঁবু অপসারণের প্রতি সবচেয়ে শক্ত সমর্থন দিয়েছেন ব্রিটিশ কলাম্বিয়া ও কুইবেকের বাসিন্দারা। তাদের মধ্যে এ হার ৭৫ শতাংশ।

১২ থেকে ১৫ জুলাই ওয়েব প্যানেলের মাধ্যমে এক হাজার ৭৮৪ জনের ওপর সমীক্ষাটি পরিচালনা করে লেজার।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles