
নার্স বাদে স্বাস্থ্য খাতে ডায়াগনসিস, ট্রিটিং, থেলাপি ও মূল্যায়ণের কাজ যারা করেন তাদের মধ্যে অসুস্থতাজনিত ছুটি নেওয়ার প্রবণতা বেশি। প্রেজলার ইনজুরি লয়ার্সের নতুন এক গবেষণায় এমনটাই উঠে এসেছে।
স্বাস্থ্যখাতে কাজ করতে গিয়ে ইনজুরি ও রোগের কারণে সময় নষ্ট হওয়া বাবদ ক্ষতিপূরণ দাবির ঘটনা ছিল ২০১৮ সালে ৭৫৬টি। ২০২২ সালে এ সংখ্যা ৩৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৫টি।
গবেষণায় কানাডায় কাজ করার সময় ইনজুরি ও অসুস্থতাজনিত সময় নষ্টের কারণে দাবি করা ক্ষতিপূরণের সংখ্যা বিশ্লেষণ করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক চাকরি শ্রেণির ২০১৮ ও ২০২২ সালের সংখ্যা এবং কত সংখ্যা পরিবর্তন হয়েছে তা পরীক্ষা করা হয়। তাতে দেখা গেছে, দ্বিতীয় সর্বোচ্চ অসুস্থতাজনিত ছুটি নিয়েছেন নার্সরা। তৃতীয় সর্বোচ্চ ছুটি নিয়েছেন জ্যেষ্ঠ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিরা।
প্রেজলার ইনজুরি লয়ার্সের একজন মুখপাত্র বলেন, কোন পেশার মানুষ বেশি অসুস্থতার ঝুঁকিতে রয়েছে সে সংক্রান্ত বোঝাপড়ার ভিত্তিতে আইনপ্রণেতা ও নিয়োগদাতারা সম্ভাব্য ক্ষতিপূরণ দাবির ব্যাপারে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। সেই সঙ্গে তারা যাতে কর্মক্ষেত্রে অসুস্থ না হন সেজন্য কর্মীদের নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ দিতে পারবেন।
যেসব খাতের কর্মীদের মধ্যে অসুস্থ হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি তার শীর্ষে রয়েছে নার্স বাদে স্বাস্থ্য খাতের অন কর্মীরা। শীর্ষ দশে এর পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে নার্স, জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্মকর্তারা, স্বাস্থ্যসেবায় সহায়তাকারীরা, স্বাস্থ্য খাতের কারিগরি কর্মীরা, শিক্ষা খাতের পেশাজীবীরা, আইন, সামাজিক, কমিউনিটি ও শিক্ষা খাতের পেশাজীবীরা, নাগরিক সুরক্ষায় নিয়োজিত সম্মুখ সারির কর্মীরা, আইন, সামাজিক, কমিউনিটি ও সরকারি সেবার পেশাজীবীরা এবং বিশেষায়িত মধ্যম স্তরের ব্যবস্থাপনা পেশার কর্মীরা।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.