-0.9 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

কেলোনা বিমানবন্দরে যাতায়াতকারীরা উবার ব্যবহার করতে পারছেন

কেলোনা বিমানবন্দরে যাতায়াতকারীরা উবার ব্যবহার করতে পারছেন
ব্রিটিশ কলাম্বিয়ার কেলোনা বিমানবন্দরে যাওয়া ও সেখান থেকে আসার ক্ষেত্রে লোকজন উবার ব্যবহার করতে পারছেন

ব্রিটিশ কলাম্বিয়ার কেলোনা বিমানবন্দরে যাওয়া ও সেখান থেকে আসার ক্ষেত্রে লোকজন উবার ব্যবহার করতে পারছেন। রাইড-হেইলিংয়ের জন্য কেলোনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উত্তর প্রান্তে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

রাইড-হেইলিং সার্ভিসের প্রতিনিধিরা বলেছেন, লোকজন ৯০ দিন আগেও ট্রিপ সংরক্ষিত করতে পারবে। বিমানবন্দরে যাত্রীদের বাড়তি ভ্রমণ বিকল্প দিতে ওয়াইএলডব্লিউ-এ উবার পেয়ে আমরা উচ্ছ্বসিত। বেশি বেশি পরিবহন বিকল্প দিয়ে আমরা যাত্রীদের নমনীয়তার সুযোগ দিচ্ছি, যা টার্মিনালে যেতে ও টার্মিনাল থেকে অন্য কোথাও যেতে পরিকল্পনা করার জন্য প্রয়োজন।

- Advertisement -

২০২৩ সাল থেকে কেলোনায় কার্যক্রম পরিচালনার অনুমোদন আছে উবারের। রেরাইডের লাইসেন্স অধিগ্রহণের জন্য ২০২২ সালের আগস্টে প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন বোর্ডে (পিটিবি) আবেদন জমা দেয় উবার। রেরাইড লোয়ার মেইনল্যান্ডের বাইরে কার্যক্রম পরিচালনার জন্য ২০২০ সালের আগস্টে লাইসেন্স পায়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles