
দেশের এক অস্থির অবস্থথায় দিনের পর দিন স্তব্ধ হয়ে ঘরে বসে ছিলাম। টরন্টোর স্বনামধন্য নৃত্যশিল্পী অরুণা হায়দার তার নাচের স্কুলে সুকন্যা নৃত্যাঙ্গন এর বার্ষিক নৃত্যাষ্ঠান Sound of Ghungr ১১ আগস্ট রোববার সন্ধ্যায় আমন্ত্রণ করে রেখে ছিলেন।
যা অবস্থা যাচ্ছে ভুলেই বসে ছিলাম। দুপুরে প্রিয় ত্বিষা মাহমুদা কাাউসার ফোনে বল্লো –আসতেই হবে ইকবাল ভাই! অরুণার কবিতার সাথে নৃত্য অনুষ্ঠান Sound of Ghungr শেষ হতেই বিরতি তারপর তার মা নৃত্যগুরু সুলতানা হায়দারের নৃত্য পরিচালনায় শুরু হবে বাংলাদেশের বিখ্যাত ফোক নৃত্যনাট্য – ইছামতির বাঁকে।
তাতে আমি জীবনে এই প্রথম মঞ্চে অভিনয় করবো। আপনাকে আসতেই হবে। কি আর করা যেতেই হলো। প্রবাসে এই টরন্টোতে বসে মা ও মেয়ের এমন চমৎকার নৃত্য অনুষ্ঠান দেখে মন অনেকটা ভালো হয়ে উঠলো। হল ভর্তি টরন্টোর বাঙালি দর্শক ও ভীষণ পছন্দ করলেন।
স্কারবোরো, কানাডা