
গোল, স্কিল এবং টেকনিকের বাইরেও ফুটবলে অলিখিত কিছু থাকে। যেমন প্রকৃতির ডাক। পেরুর এক ফুটবলার সেই ডাককে উপেক্ষা করতে না পেরে, খেলতে খেলতে মাঠেই মূত্র বিসর্জন করে দিলেন!
গত রবিবার পেরুর তৃতীয় ডিভিশনের টুর্নামেন্ট কোপা পেরুতে মুখোমুখি হয়েছিল আতলেতিকো আওয়াজুন ও ক্যান্টরসিলো এফসি। ৭১ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। আতলেতিকো আওয়াজুন কর্নার পেয়েছিল। তবে একই সঙ্গে চোটও পেয়েছিলেন ক্যান্টরসিলোর গোলকিপার লুচো রুইস। চোটের কারণে তিনি মাঠে শুয়ে পড়েছিলেন। তাকে দেখতে ছুটে আসেন রেফারি।
‘ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের পরীক্ষিত বীর’‘ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের পরীক্ষিত বীর’
খেলা শুরু হতে কিছুটা দেরি হবে, এমনটা বুঝেই মাঠের সাইডে চলে যান আতলেতিকো আওয়াজুনের সান্তিয়াগো মুনোজ। সেখানে গিয়ে মূত্র বিসর্জন করেন। রেফারি এরপর আহত গোলকিপারকে ফেলে ধাওয়া করেন মুনোজকে। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান। মুনোজ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পরেই মাঠ ছাড়েন। কারণ তার কাছে আর কোনো রাস্তাই ছিল না।
এমন ঘটনা এবারই প্রথম নয়। একবার আর্সেনালের জার্মান গোলকিপার জেনস ল্যামনও এরকম কাণ্ড ঘটিয়েছিলেন। তিনি অ্যাডভার্টাইজিং হোর্ডিং টপে মূত্র বিসর্জন করে ফের খেলায় ফিরে এসেছিলেন। যদিও তাকে রেফারি ধরতে পারেননি। ফলে সেই যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন।
আবার কিংবদন্তি ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকারের কথাও মাথায়। ১৯৯০ সালে বিশ্বকাপের খেলা চলছিল। ইংল্যান্ড গ্রুপ পর্যায়ের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে নেমেছিল। তিনিও এমন কাণ্ড মাঠে ঘটিয়েছিলেন, তবে তাকেও ধরতে পারেননি রেফারি।