0.2 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ব্যক্তিগত প্লেন কিনেই শারীরিক সম্পর্কে জড়াবেন উরফি!

ব্যক্তিগত প্লেন কিনেই শারীরিক সম্পর্কে জড়াবেন উরফি!
উরফি জাভেদ

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সরগরম থাকে উরফি জাভেদকে নিয়ে। ব্যতিক্রমী ব্যক্তিসত্তা ও পোশাকে চমক দিয়েই চর্চায় থাকেন তিনি। সদ্য একটি ওটিটি প্ল্যাটফর্মে নতুন এক রিয়্যালিটি শোয়ে দেখা যাচ্ছে তাকে। সেখানেই উরফি জানান, গত তিন বছরে কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি। আর তার নেপথ্যে বিশেষ কারণ। পাশাপাশি একটি সুপ্ত বাসনাও রয়েছে তার, সেটা অর্জুন কপূরকে নিয়ে।

উরফি নিজের শো ‘ফলো করলো ইয়ার’-এ নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক তুলে ধরেছেন। সেখানেই তার বোনেরা তাকে জিজ্ঞাসা করেন, প্রতিনিয়ত এত নতুন মানুষের সঙ্গে আলাপ হয় তার, এত জায়গায় যান, কখনো কোনো পুরুষ দেখে ভালো লাগেনি? কিংবা কারো সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর সুযোগ আসেনি? খবর আনন্দবাজার অনলাইনের।

- Advertisement -

উরফি বলেন, ‘আসলে গত তিন বছরে আমি কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াইনি। এমনকি কারো সঙ্গে ভালোবাসার কথা বলতেও ইচ্ছে হয়নি। এর পেছনে বিশেষ কারণ রয়েছে। যতদিন আমি একটি ব্যক্তিগত বিমান কিনতে না পারছি, ততদিন পর্যন্ত কোনো পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হব না।’

পাশাপাশি উরফি এও জানান, অভিনেতা অর্জুন কপূর তার ভীষণ পছন্দের। তাকে নিয়ে নানা সুপ্ত বাসনা রয়েছে তার। যদিও অর্জুন সে কথা জানেন না। কিন্তু এই বাসনা ঠিক কেমন তা প্রকাশ করেননি উরফি।

- Advertisement -

Related Articles

Latest Articles