6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

২ দেশে ১০০ সন্তানের বাবা টেলিগ্রাম প্রধান!

২ দেশে ১০০ সন্তানের বাবা টেলিগ্রাম প্রধান!
ছবি সংগৃহীত

পাভেল দুরভ অনেকের কাছে অনেক কিছু। টেলিগ্রামের রহস্যময় এ প্রতিষ্ঠাতা ও সিইও শুধু তার ব্যবসায়িক উদ্যোগের জন্যই নয়, সম্প্রতি একটি চমকপ্রদ তথ্যের জন্য শিরোনাম হয়েছেন। লে বুর্গেট বিমানবন্দরে নামার পর ফরাসি কর্তৃপক্ষের হাতে আটক হওয়া এই ধনকুবের গ্রেপ্তারের সময় দাবি করেন, তিনি ১০০ জনেরও বেশি সন্তানের বাবা হয়েছেন। দুরভের আইনি জটিলতার পাশাপাশি এই তথ্য প্রযুক্তি বিশ্বের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্বের জীবনে ষড়যন্ত্রের আরেকটি মাত্রা যুক্ত করেছে।

বার্তা সংস্থা সিএনএন জানায়, গত জুলাইয়ে দুরভ জানিয়েছিলেন শুক্রাণু দানের সুবাদে তিনি ১২টি দেশের ১০০ জনেরও বেশি সন্তানের বাবা হয়েছেন। এই তথ্য টেক মোগল সম্পর্কে জনসাধারণের কাছে একটি বিস্ময়কর মাত্রা যুক্ত করেছে।

- Advertisement -

দুরভ ব্যাখ্যা করেন, ১৫ বছর আগে এ কাজ শুরু হয়েছিল, যখন বন্ধ্যত্বের সঙ্গে লড়াই করা এক ঘনিষ্ঠ বন্ধু তাকে শুক্রাণু দান করতে বলেছিলেন। অনুরোধে কৌতূহলী হয়ে দুরভ একটি ক্লিনিক পরিদর্শন করেন। ক্লিনিকটির চিকিৎসকরা পরামর্শ দিয়েছিল, তার অনুদান বিশ্বজুড়ে দম্পতিদের সহায়তা করতে পারে, যারা এ ধরনের (বন্ধ্যত্ব) চ্যালেঞ্জের মুখোমুখি। শুরুতে দ্বিধাগ্রস্ত হলেও, দুরভ প্রস্তাবটিতে প্ররোচিত হয়েছিলেন এবং শুক্রাণু দিতে রাজি হন। এখন অবশ্য আর শুক্রাণু দানের সঙ্গে যুক্ত নন দুরভ। দীর্ঘ দিন ধরে কোনো যোগাযোগও নেই ক্লিনিকের সঙ্গে।

উল্লেখ্য, জালিয়াতি, মাদক পাচার, সাইবার বুলিং, শিশু পর্নোগ্রাফির মতো অপরাধমূলক কাজকর্মের আখড়া হয়ে উঠছিল টেলিগ্রাম অ্যাপ। সেই অভিযোগের ভিত্তিতে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে নামতেই ফরাসি পুলিশের হাতে গ্রেফতার হন পাভেল।

২০১৩ সালে ভাই নিকোলাই দুরভের সঙ্গে টেলিগ্রাম শুরু করেন তিনি। এই অ্যাপ প্রথম দিকে জনপ্রিয়তা লাভ করে রাশিয়া এবং ইউক্রেনে। হোয়াট্‌সঅ্যাপ, মেসেঞ্জারের মধ্যে থেকেও নিজের জায়গা পাকা করে নেয় টেলিগ্রাম। ২০১৮ সালে রাশিয়া এই অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটে। অভিযোগ, টেলিগ্রাম অ্যাপের তথ্যভান্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় পাভেলকে। সেই চাপের হাত থেকে বাঁচতে ২০১৪ সালে রাশিয়া ছাড়েন তিনি।

রাশিয়া ছাড়ার পর বার্লিন, লন্ডন, সিঙ্গাপুর, সান ফ্রান্সিসকো ঘুরে শেষমেশ পাভেল দুরভ টেলিগ্রামের সদর দফতর হিসাবে দুবাইকে বেছে নেন। সেখান থেকেই নিয়ন্ত্রিত হত তার অ্যাপের কাজকর্ম। পাভেলের মোট সম্পত্তির পরিমাণ শুনলে অবাক হতে হবে। তার মোট সম্পত্তির পরিমাণ ১৩ হাজার কোটি টাকা। এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করেন ব্যক্তিগত বিমানে।

- Advertisement -

Related Articles

Latest Articles