
মোহাম্মদ শামি আর হাসিন জাহান যখন সুখের সংসার ছিল ফাইল ছবি
ভারতের পেস তারকা মোহাম্মদ শামির ব্যক্তিগত জীবন বহুদিন ধরেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ। হাসিন জাহানের সঙ্গে ছাড়াছাড়ির পরও শান্তি নেই শামির জীবনে। গণমাধ্যমে নিয়মিতই শামির বিরুদ্ধে নানা কথা বলে থাকেন হাসিন। জবাবে একটা কথাও বলেন না শামি। সেই ধারাবাহিকতায় এবার হাসিন অভিযোগ করলেন সাবেক ভারত অধিনায়ক তথা সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে। তার অভিযোগ, সৌরভের প্রশ্রয়েই শামি তার জীবন ধ্বংস করেছে!
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিন বলেছেন, ‘সমস্ত নেতা, সৌরভ গাঙ্গুলীর মতো মানুষ সরাসরি শামিকে সমর্থন করছে। শামি আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে! সবাই জানে শামি কী করেছে। তারপরও যেহেতু সৌরভ গাঙ্গুলী তাকে সমর্থন করেছে, সে কারণে সব রাজনৈতিক নেতারাও তাকে সমর্থন দিয়েছিল। তাকে উত্তরপ্রদেশ থেকে ডেকে এনে ববি হাকিম (কলকাতার মেয়র ফিরহাদ হাকিম) সম্মান দিচ্ছে। এসবই তো চলছে।’
হাসিনের অভিযোগ, ‘সৌরভ গাঙ্গুলীর মতো বাঙালি বুদ্ধি ব্যবহার করছে শামি। সবার সঙ্গেই হাত মিলিয়ে থাকছে। শামির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। কিন্তু সে জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরও তাকে নাকি অর্জুন পুরস্কার দিয়েছে। সে (শামি) কোটি টাকা পার্টি ফান্ডে দিয়েছে। অ্যাওয়ার্ড বিক্রি করেছে। আমাদের দেশে সবকিছু হয়। সে (শামি) পার্টি ফান্ডে টাকা দিয়েছে। আর, রামপুরের জনপ্রতিনিধি আকাশ সাক্সেনা তার হয়ে সুপারিশ করেছে।’
আরজি কর-কাণ্ডে অন্যান্য সেলিব্রিটিদের প্রতিবাদে দেখা গেলেও মডেলকন্যা হাসিন রাস্তায় নেমে প্রতিবাদ করতে রাজি নন, ‘আমি যা পারছি, ইনস্টাগ্রামে, ফেসবুকে পোস্ট করছি। ওরা কখন ব়্যালি করছে, কখন নামছে, সেখবর তো আমি পাচ্ছি না। কিন্তু, আমি আরজি কর আন্দোলনের সমর্থক। ক্ষমতা থাকলে আমি দাঁড়িয়ে অপরাধীকে গুলি করে দিতাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নই। কিন্তু, আমি একা একজন নারী। একা ছোট বাচ্চা নিয়ে থাকি। অনেকে বলছে, আরজি করের সঙ্গে নাকি রাজনৈতিক নেতারা সব যুক্ত। এর কোনও প্রমাণ নেই। কিন্তু, লোকে তো বলছে।’