-3.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

অদ্ভুত ব্যাপার-স্যাপার

অদ্ভুত ব্যাপার-স্যাপার
অদ্ভুত ব্যাপার স্যাপার

বাংলাদেশে কিছু অদ্ভুত ব্যাপার-স্যাপার আছে।

<> কানে ধরে উঠ-বস: কানের লতিই বা কেন ধরতে হবে, উঠ-বসই বা কেন করতে হবে? এ কেমন শাস্তি?
<> পায়ের উপর পা তুলে বসা বেয়াদবি: আরাম করে বসার মধ্যে বাঙালি বেয়াদবি খুঁজে কেন? বড়োরা ওভাবে বসলে জায়েজ? ছোটরা কি চাকর-বাকর?
<> মসজিদে পিচ্চি-পাচ্চাদের সামনে বসা নিষেধ: এটা বাংলাদেশ ছাড়া আর কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
<> পায়ে ধরে মাফ: আরেক অদ্ভুত জিনিস। এত কিছু থাকতে পা ধরে কেন ক্ষমা চাইতে হবে? পা কথাও বলতে পারে না, হাঁটুর মধ্যে মগজও নাই।
<> গায়ে পা ঠেকলে সালাম: অন্যের গায়ে পা লাগলে সালাম করো; এর মানে কী? পা এতোটাই খারাপ জিনিস? সরি বললেও তো চলে। পা হইলো দুনিয়ার সবচাইতে সম্মানিত অংগ।
<> পড়া বলতে হবে দাঁড়ায়ে: কেন রে বাবা, বসে আরামে বললে সমস্যা কোথায়? খুব বেয়াদবি হয়ে যাবে?
<> পড়া তৈরী করতে হবে উচ্চ স্বরে: ক্যা?
<> ডাকলে “কী” বলা যাবে না: “জি” বলতে হবে? কেন রে?
<> রান্না করা, ঘর ঝাড়ু দেয়া, মোছা, কাপড় ধোয়া মহিলাদের কাজ: ফাঁকিবাজির জায়গা পাস না?
<> মহিলারা পরে খাবে: কেন, তাদের খিদে কম লাগে?
<> ফকিরের কাছে মাফ চাওয়া: ক্যা রে?
<> বড়দের সালাম দেয়া: ছোট-বড়োর কি আছে? বড়োদেরই আগে ছোটদের সালাম দেয়া কর্তব্য।
<> বাসর ঘরে স্বামী কে বউয়ের সালাম: শোন্, নেক্সট টাইম বাসর ঘরে সব স্বামীরা পায়ে ধরে বউদের সালাম করবি!

- Advertisement -

মনে থাকে যেন!

পাদটীকা
ঘরে সদ্য জন্ম নেয়া বাচ্চা, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, অসুস্থ, সন্তান-সম্ভাবনা নারী। তারা কোথায় আশ্রয় নিয়েছে বা নেবে? আদৌ বেঁচে আছে? ভাংগা ঘরের ছাদে, নাকি গাছে। নির্ঘুম। সবাই তো আর গাছে/ছাদে চড়তে পারে না। কোনোমতে বেঁচে থাকলেও নুন্যতম খাবার? অসুখ থেকে বাঁচবার ওষুধ? যারা মারা গেছে তাদের মুখখানা আদৌ প্রিয়জনেরা দেখবে? কবর দেবার জায়গা?

কে জানে, সামনে আসছে আরও ভয়াবহ বিপদ!

যারা সহযোগিতা করবেন, ফেইসবুকে অজানা নাম্বার পেয়ে টাকা পাঠানোর আগে যাচাই করবেন, এই অনুরোধ। গরিব-দু:খীদের হকের একটা আনাও যেন চোরদের পকেটে না যায়। বাঙালিরা আর আগের মত না; এখন সবাই সাহসী, এক হতে জানে!
আর প্রবাসীদের জন্য নিচে শেয়ার করলাম আস্থাভাজন মানুষের কাছে টাকা পাঠানোর একাউন্ট, যথাসময়ে দেশে পোঁছে যাবে।

অটোয়া, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles