
দুর্যোগ যেন আমাদের ছাড়ছে না।
সপ্তাহ খানেক এর বেশি হলো বাংলাদেশের TV চ্যানেল দেখা হয়না, তাই অনেক খবর তাৎক্ষণিক জানা হয়না বা জানাই হয়না।
আজকে FB চেক করতেই দেশের বন্যার খবর দেখলাম। খুবই দুঃখজনক।
৮৮ এর বন্যার দুরবস্থার বাস্তব অভিজ্ঞতা আমার, এই অবস্থায় না পড়লে বুঝতে পারবেন না কি দুর্বিষহ এবং ভয়াবহ পরিস্থিতি হতে পারে।
আশা করি আমরা সবাই অন্তত এই সময়টাতে দলাদলি, তর্কাতর্কি, খোঁচাখুঁচি, ট্রল করা এবং রাজনীতি বাদ দিয়ে আল্লাহর কাছে এর পরিত্রানের জন্য দোআ করি এবং যে যার জায়গা থেকে যা পারি তাই করি।
বিগত সময়ে আবার বন্যার সময় দেখেছি ডাকাতি বেড়ে যেত। তখন নৌকায় করেও ডাকাত আসতো, সেই আশংকাটা এখন আরো বেশি কারণ দেশের প্রশাসনিক অবস্থা এখনো ঠিক হয়নি তাই চোর/ডাকাতের দৌরাত্মও কিন্তু বাড়তে পারে।
আশা করবো বর্তমান দেশের বর্তমান প্রশাসন সেই দিকে নজর দিবেন।
সাথেসাথে প্রতিবারেই একদল তথাকথিত গ্রূপ সাহায্যের নাম করে কিছু কামানোর চেষ্টা করে তাই আপনি কোনো ধরণের আর্থিক সাহায্য দিতে চাইলে ভালোকরে জেনে যাকে বা যেই গ্রূপকে দিচ্ছেন তার/তাদের Legitimacy আছে কি না দেখে নিন।
আর দয়া করে আপনি কিছু করলে সেটা নিয়ে ছবি তুলে FB ছয়লাব করা থেকে বিরত থাকুন। আপনি কি বা কতটুকু করছেন সেটি যার দেখা দরকার তার দেখার জন্য FB দরকার হয় না। By the way, যারা দুর্গম এলাকার ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র ধারণ করে তার ছবি বা ভিডিও পোস্ট করছেন সেটি ঠিক আছে, কারণ তাতে করে মানুষ পরিস্থিতির ভয়াবহতা জানতে পারবে।
আল্লাহ আমাদের সহায় হউন।
টরন্টো, কানাডা