-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

কাঁচ সমুদ্র

কাঁচ সমুদ্র
কাঁচ সমুদ্র

একটা বই পড়েছিলাম বহু বছর আগে, কাঁচ সমুদ্র নামে। বুকের ভিতর হিম হয়ে গিয়েছিল কাহিনি জেনে। এখনও গল্পের গভীরতায় ডুবে যাই মনে হলে।জেনেছিলাম একজন শক্তিমান লেখকের খবর। সায়েন্স ফিকশনের জন্য তিনি বেশি পরিচিত হলেও উনার লেখা অন্য ধরনের গল্প আমার বেশি পছন্দের।

একজন লেখককে এত অপছন্দ কেন কিছু মানুষের, আমার জানা নেই। তার বই বাজার থেকে সরিয়ে ফেলতে হবে । তার বই পুড়িয়ে ফেলতে হবে। কেন তার ভাবনা কে এত ভয়,যারা তার ভাবনাকে মানুষের কাছে পৌছােতে দিতে চায় না,ওরাই জানে।

- Advertisement -

যুগে যুগে শাসকরা, মতের মিল না হওয়ায়, চিন্তা ভাবনা থামানোর জন্য নিষিদ্ধ করেছে বই। বন্দী এবং হত্যাও করেছে লেখক বা চিন্তকদের। সক্রেটিস, লোরকা থেকে জহির রায়হান, হুমায়ুন আজাদ, অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে। কিন্তু থামানো যায়নি তাদের ভাবনার বিস্তার। যুগে যুগে বিস্তৃত হয়েছে আপন মহিমায়।

১৯৭১সনে যুদ্ধের সময় বাঙালীকে বুদ্ধিহীন করতে বুদ্ধিজীবি হত্যা করেছিল পাকিস্তানীরা। কিন্তু নির্বুদ্ধির দেশ করতে পারেনি, বাংলাদেশকে।

মানুষের শরীরকে বন্দীকরা যায় নানাভাবে কিন্তু ভাবনা রুদ্ধ করা যায় না।জাফর ইকবালের বই পুড়িয়ে খারাপ দৃষ্টান্ত স্থাপন করা হবে, ভাবনা প্রতিহত করা যাবেনা।

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles