5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

অনামিকার গল্প

অনামিকার গল্প
অনামিকার গল্প

তার সাথে আমার গল্প হতো মন খুলে
কত ইতিহাস, কত কথা
মনে হতো সব কিছুতে তার মাথা ব্যথা,
মেসেন্জারের ছোট্ট পরিসরে
এটা ওটা জানতে চাইতো
আমি তাকে বুঝিয়ে দিতাম।
অনামিকারা এ জন্মের
যেমন বুঝে আমিও বুঝিয়ে দিতাম
ইতিহাস থেকে গল্প নিতাম
এখন সব গল্প এসে থেমে গেছে
এইখানে বুকের মধ্যে।
কার ভুলে কেমন করে
সব কিছু ওলট পালট হয়ে যায়
তলে তলে ভরে ওঠা
অন্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর হয়ে ওঠে অনামিকা
রাজপথ থেকে জানায়
— আমি এখানে
মেসন্জারে ওই শেষ দেখা
গত সপ্তাহে ঢাকার রাজপথে
রাইফেলের গুলির তলে
হারিয়ে যায় অনামিকা।

ইয়েলোনাইফ, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles