17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘শখের অধ্যক্ষ’ থেকে পদত্যাগ আওয়ামী লীগ নেতার স্ত্রীর

‘শখের অধ্যক্ষ’ থেকে পদত্যাগ আওয়ামী লীগ নেতার স্ত্রীর - the Bengali Times
তানিয়া আক্তার | ছবি সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১ জনকে ডিঙিয়ে লাইব্রেরিয়ান থেকে প্রিন্সিপাল বনে যাওয়া তানিয়া আক্তার অবশেষে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এ-সংক্রান্ত একটি চিঠি উপজেলার জাহানারা হক মহিলা কলেজে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

- Advertisement -

তানিয়া আক্তার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের স্ত্রী। গত ৫ আগস্ট দুপুর থেকে তাকজিল খলিফা কাজল পলাতক রয়েছেন। বেশ কয়েক বছর ধরে বসবাস করা আখাউড়ার রাধানগর থেকে সরে গিয়ে তিনি গ্রামের বাড়ি সদর উপজেলার কোড্ডায় অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে।

তানিয়া আক্তারকেও ঘটনার পর থেকে আখাউড়ায় দেখা যায়নি। এরপর থেকে তিনি কলেজেও আসেননি। এ নিয়ে গত ২৪ আগস্ট দেশ রূপান্তরে ‘আ.লীগ নেতার লাইব্রেরিয়ান স্ত্রী কলেজের অধ্যক্ষ!’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। এর দুদিন পরই পদত্যাগপত্র পাঠালেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া আক্তারের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

প্রসঙ্গত, তানিয়া আক্তার জাহানারা হক মহিলা কলেজে লাইব্রেরিয়ান হিসেবে চাকরি শুরু করেন। পরে তার স্বামী সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রভাব খাটিয়ে অবৈধ প্রক্রিয়ায় ১১ জন প্রভাষককে ডিঙিয়ে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। তার স্বামী আওয়ামী লীগ নেতা কাজলের ভয়ে এতদিন এ ব্যাপারে কেউ মুখ খুলেননি।

- Advertisement -

Related Articles

Latest Articles