8.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

হবু স্বামী প্রতারণা করায় বন্ধুর সঙ্গে হানিমুন

হবু স্বামী প্রতারণা করায় বন্ধুর সঙ্গে হানিমুন
বন্ধুর সাথে হানিমুন উদযাপন লিন্ডসের

বিয়ের কয়েকদিন আগে নিজের বাগদত্তাকে অন্য নারীর সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে দেখেন। তার বিয়ের অনুষ্ঠানের জন্য খরচ হয়েছিল ৪৬ হাজার মার্কিন ডলার। কিন্তু বাগদত্তার এমন প্রতারণায় বর ছাড়াই বিয়ের আয়োজন করেন তরুণী। খবর নিউ ইয়র্ক পোস্টের।

৩১ বছর বয়সী লিন্ডসে স্লেটার জানান, তার বাগদত্তার সাথে তার ১২ বছর ধরে সম্পর্ক। কিন্তু তিনি জানতে পারেন, তার বাগদ্ত্তা অন্য কোনো নারীর সঙ্গে যৌন মিলন করেছে। এই ঘটনার পর লিন্ডসে তার বাগদত্তার মুখোমুখি হন এবং তাদের বিয়ে বাতিল করেন। কিন্তু তিনি তাদের এই দিনটিকে একটি পার্টিতে পরিণত করার সিদ্ধান্ত নেন যা তিনি “স্বাধীনতার উদযাপন” হিসাবে স্মরণীয় করে রাখতে চান।

- Advertisement -

প্রায় ৬০ থেকে ৭০ জন অতিথি সেই ১৭ আগস্টের সেই অনুষ্ঠানে এসেছিলেন। এরপর ২০ আগস্ট লিন্ডসে হানিমুনে যান। গ্রিসের ক্রিট নামক একটি রিসোর্টে তার বন্ধু মেলিসাকে নিয়ে সাত দিন কাটান তিনি।

যদিও তিনি তার বাগদত্তার প্রতারণার কষ্ট কাটিয়ে উঠতে পারেননি; তারপরও লিন্ডসে জানান, তার একক বিবাহ তাকে “শক্তিশালী এবং আরও বেশি ক্ষমতাশীল” বোধ করতে সাহায্য করেছে।

ম্যানসফিল্ড, নটিংহামের একজন সলিসিটর লিন্ডসে বলেছেন, আমি জানতাম না আমি কীভাবে বেঁচে থাকব। আমি বিচলিত ছিলাম – বিয়ের পরিকল্পনায় ফিরে যেতে দেরি হয়ে গেছে। সেই সব টাকাই খরচ হয়ে গেছে। কিন্তু আমার হৃদয়ের একটি বড় অংশ ছিল যারা ভেবেছিল ‘আমি মুক্ত’ – এটি একটি ভালো যুগের সূচনা।

তিনি আরও বলেন, আমি আনন্দিত যে আমি এটি করেছি – আমি সত্যিই দিনটি উপভোগ করেছি। আমি অবাক হয়েছিলাম যে সবাই কতটা সমর্থন করেছিল। আমি সবার অনেক ভালবাসায় পরিবেষ্টিত ছিলাম। তারাই আমাকে মনে করিয়ে দিয়েছিল যে সত্যিই আমার তাকে প্রয়োজন নেই।

২০১২ সাল থেকে একসাথে থাকার পরে ২০২০ সালের গোড়ার দিকে বাগদান সেরেছিলেন লিন্ডসে। আগস্টের ১৭ তারিখ তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছিল। চার বছরের তৈরি করা পরিকল্পনায় অনুষ্ঠান, খাবার, ফটোগ্রাফার এবং পার্টিতে তারা ৪৬ হাজার মার্কিন ডলার খরচ করেছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles