
মেহজাবীন চৌধুরী
নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার সরব হলেন স্পর্শকাতর এক বিষয় নিয়ে। আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মেহজাবীন। শুধু তা-ই নয়, সেই পোস্টটি ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও ট্যাগ করেছেন তিনি।
যদিও বিষয়টি অভিনেত্রীর ব্যক্তিগত নয়, তবু ঘটনাটিকে আমলে নিয়েছেন মেহজাবীন। পাশাপাশি পুলিশকে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে জেলে পাঠানোর দাবিও জানান তিনি।
জানা গেছে, রয়া তাসনিম নামের এক অপরিচিতার ফেসবুক পোস্টের সূত্র ধরেই চটেছেন মেহজাবীন। যে পোস্টে নির্যাতিতা রয়া জানান, তার স্বামী তাকে মারাত্মকভাবে আহত করেছেন এবং মেরে ফেলার চেষ্টাও করছেন এখন।
পাশাপাশি ওই পোস্টের সঙ্গে প্রমাণস্বরূপ কিছু ছবিও প্রকাশ করেছেন রয়া। যেখানে দেখা যাচ্ছে ভয়ংকর আহত অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি।
রয়ার দাবি, তার স্বামী ক্ষমতাধর বলে পুলিশের কাছে গিয়েও কোনো বিচার পাননি তিনি। ঘটনাটি গত ১০ এপ্রিলের।
তবে এখন নতুন বাংলাদেশের পুলিশ প্রশাসনই শেষ ভরসা তার। প্রত্যাশা করছেন এবার হয়তো বিচার পাবেন তিনি, নিশ্চিত করতে পারবেন তার স্বাভাবিক জীবন।
মূলত সেই পোস্টই নিজের ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘এই অভিযোগটি অবশ্যই তদন্ত করা উচিত যত দ্রুত সম্ভব। এখনই অভিযুক্ত স্বামীকে জেলে পাঠানো উচিত।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘আমি আশা করছি এই প্রতিক্রিয়াটি দেখবেন তারা।