
স্পেনের এক হোটেলে অভিনেত্রীর অন্তর্বাস চুরির অভিযোগ উঠেছে। ওই হোটেলেরই এক কর্মী অভিনেত্রীর কক্ষে ঢুকে তার অন্তর্বাসের গন্ধ নেন এবং চুরি করেন বলে জানা গেছে। কেনেডি নিউজ অ্যান্ড মিডিয়া নামে স্থানীয় এক গণমাধ্যম জানায়, গত মে মাসে স্পেনের বেনিডর্মের হোটেল অ্যাম্বাসেডর প্লায়ায় পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছিলেন যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের মডেল এবং কনটেন্ট ক্রিয়েটর রারা আর্মস্ট্রং। তখন এমন অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
এক ভিডিওতে দেখা যায়, রিসিপশনিস্ট ঘরে ঢুকে তার লন্ড্রি ব্যাগ নোংরা বলে দাবি করছেন। ফুটেজে দেখা যায়, স্মার্ট শার্ট ও ট্রাউজার পরা ওই ব্যক্তি ব্যাগ থেকে একটি পোশাক বের করে পেছনের পকেটে ভরার আগে শুঁকছেন।
হবু স্বামী প্রতারণা করায় বন্ধুর সঙ্গে হানিমুনহবু স্বামী প্রতারণা করায় বন্ধুর সঙ্গে হানিমুন
রারা আর্মস্ট্রং নামে ওই অভিনেত্রী বলেন, ‘লোকটি হোটেল কর্মীদের একজন ছিল। এটা আমাকে আতঙ্কিত করে তুলে। আমার ছেলে আমার সঙ্গে সেখানে তখন ছিল।’
প্রথম দিন হোটেলের রিসিপশনে গিয়ে কক্ষের চাবি কাজ না করার বিষয়ে জানতে গিয়ে প্রথম ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় বলে জানান তিনি। আর্মস্ট্রং দাবি করেন, সেখানে তাকে ওই কফি খাওয়ার অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করেন। এ সময় ওই হোটেল কর্মী কফি না খাওয়ার পরিবর্তে তার নম্বর চেয়েছিলেন।
আর্মস্ট্রং বলেন, ‘সে আমাকে মেসেজ করছিল এবং বলছিল, ওহ, আমি বিশ্বাস করতে পারছি না তুমি স্পেনে আছো।’ অন্যদের প্রতি আমার পরামর্শ হবে সতর্ক থাকুন। যদি কেউ আপনার প্রতি খারাপ আচরণ করে তবে সরাসরি অভিযোগ করুন।
তবে হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ট্রাভেল কোম্পানির এক মুখপাত্র বলেন, ‘ছুটিতে থাকাকালীন আর্মস্ট্রংয়ের এমন বাজে অভিজ্ঞতার কথা শুনে আমরা খুবই দুঃখিত। দুর্ভাগ্যবশত তিনি তখন আমাদের ঘটনাটি সম্পর্কে জানাননি, তাই আমরা তাকে সহায়তা দিতে পারিনি। আমরা হোটেলের বিষয়টি পুরোপুরি তদন্ত করেছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।