0.2 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

৮ বছর বয়সেই বাবার যৌন লালসার শিকার হই: খুশবু

৮ বছর বয়সেই বাবার যৌন লালসার শিকার হই: খুশবু
মালায়ালি অভিনেত্রী খুশবু সুন্দর

অভিনেত্রীদের উপর যৌন নির্যাতনের একাধিক অভিযোগে এই মুহূর্তে উত্তাল মলিউড বা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। তারপর সম্প্রতি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর যেন আগুনে ঘৃতাহুতি পড়েছে। ঠিক তখনই বিস্ফোরক অভিযোগ করলেন মালায়ালি অভিনেত্রী খুশবু সুন্দর।

বললেন, ‘আমি তো মাত্র ৮ বছর বয়সেই নিজের বাবার যৌন লালসার শিকার হই।’ অভিনেত্রী অবশ্য এ বিষয়ে গেল বছরেই মুখ খুলেছিলেন। তার আফসোস, আমার হয়তো অনেক আগেই এ বিষয়ে মুখ খোলা উচিত ছিল।

- Advertisement -

খুশবুর কথায়, ‘আমার সঙ্গে যা হয়েছে, তা আমার ক্যারিয়ারের জন্য কোনো আপস ছিল না। আমি সেই ব্যক্তির হাতেই নির্যাতিত হই, যার আমি পড়ে গেলে আমাকে ধরে রাখার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হাতে তুলে নেওয়ার কথা ছিল’। নিজের এক্স-এ একটি পোস্টে এমনটাই লিখেছেন তিনি। ১৫ বছর বয়সে তিনি যখন বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন, তখন তার বাবা পরিবারকে ছেড়ে চলে যান।

হেমা কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন অভিনেত্রী তাদের পুরুষ সহযোগীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। যে ঘটনা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলা মহিলাদের হয়রানি ও শোষণের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি হেমা কমিটির তদন্ত ও রিপোর্টের সমর্থনেও সুর চড়িয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী খুশবু সুন্দর।

খুশবুর কথায়, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে বিরাজমান #MeToo যখন আপনাকে বিপর্যস্ত করে। ঠিক তখন সেই নারীদের কুর্নিশ যারা তখনও তাদের পা মাটিতে শক্ত করে রেখেছিলেন। এই নির্যাতন বন্ধ করার জন্য হেমা কমিটির খুব প্রয়োজন ছিল। কিন্তু তা কি হবে? তবে শুধু ইন্ডাস্ট্রিতে নয়, ক্যারিয়ারে উন্নতির প্রত্যাশায় আপোস করা, বা নারীদের থেকে যৌনতা চাওয়া এই বিষয়টি প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। শুধু একজন নারীকে একা এই বিষয়টির মধ্যে দিয়ে যেতে হয়, এমনটা নয়, বহু পুরুষও এর শিকার হন।’

পুরুষদের উদ্দেশ্যে খুশবু আরও লিখেছেন, ‘মনে রাখবেন, প্রতিটি পুরুষও একজন নারীর ঘরেই জন্মগ্রহণ করেছে। যে নারী অবিশ্বাস্য ব্যাথা ও ত্যাগ সহ্য করেছেন। অনেক নারী আপনার লালন-পালনে অপরিহার্য ভূমিকা পালন করেছে। আর সেটাই আপনাকে আজকের ব্যক্তিতে রূপ দিয়েছে। আপনার মা, বোন, মাসি, শিক্ষক এবং বন্ধুবান্ধব …। তাই আমাদের সঙ্গে দাঁড়ান, আমাদের রক্ষা করুন এবং সেই নারীদের সম্মান করুন যারা আপনাকে জীবন এবং ভালোবাসা দিয়েছেন। সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের কণ্ঠস্বর শোনা হোক এবং আপনাদের কর্মকাণ্ডে প্রত্যেক নারীর প্রাপ্য সম্মান ও সহানুভূতির প্রতিফলন ঘটুক।’

বিজেপি নেত্রী খুশবু পুরুষদের উদ্দেশ্যে আরও বলেন, ‘মনে রাখবেন আমরা একসঙ্গে আরও শক্তিশালী। আর শুধু একসঙ্গেই আমরা এই ক্ষতগুলি সংশোধন করতে পারি। এক নিরাপদ, আরও সহানুভূতিশীল বিশ্বের পথ প্রশস্ত করতে পারি। আসুন আমরা বুঝতে শিখি যে অনেক নারী তাদের পরিবারের সমর্থনও পান না। তারা ছোট শহর থেকে আসে তাদের চোখে থাকে উজ্জ্বল আশা। তবে অনেকক্ষেত্রেই এই স্বপ্নগুলি কুঁড়িতে ছিন্নভিন্ন এবং চূর্ণবিচূর্ণ হতে দেখা যায়।’

তারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুললেন সোহিনীতারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুললেন সোহিনী
প্রসঙ্গত, মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন নির্যাতন সম্পর্কিত ঘটনায় বিচারপতিকে হেমা কমিটির রিপোর্ট অনুসারে প্রায় ১৫ জনেরও বেশি নারী তাদের পুরুষ সহকর্মীদের দুর্ব্যবহারের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

- Advertisement -

Related Articles

Latest Articles